
Easy Recipe: একেবারে অন্য রকম বেগুন পোড়া, খেতে পারেন গরমেও, রইল রেসিপি
১ মিনিটে পড়ুন . Updated: 08 May 2022, 09:14 PM IST- বেগুন শরীরের জন্য খুব ভালো। গরমেও খেতে পারেন বেগুন পোড়া। রইল রেসিপি। তার সঙ্গে বেগুন-কুমড়ো-শসার ঘণ্ট।
কোয়েল বিশ্বাস
বেগুন পুষ্টিগুণে ভরপুর। অনেকেই বেগুন খেতে পছন্দ করেন। কিন্তু খুব বেশি রান্না জানেন না বলে, একঘেয়ে হয়ে যায়। তাঁদের জন্য রইল বেগুনের কয়েকটি নতুন ধরনের রান্নার রেসিপি।
প্রতিদিনের খাবারের তালিকায় বেগুন রাখা খুবই স্বাস্থ্যকর অভ্যাস। এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার বেশি থাকে। এগুলি যা হৃদরোগের ঝুঁকি কমায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে, এমনকী ওজন কমাতেও সাহায্য করে।
বেগুনের দু’টি রান্নার রেসিপি রইল আপনাদের জন্য:
ভাত হোক কিংবা রুটি— সব কিছুর সঙ্গেই খেতে পারেন এই দু’টি সুস্বাদু পদ। দেখে নেওয়া যাক, কীভাবে রাঁধবেন।
নতুন ধরনের বেগুন পোড়া
কী কী লাগবে
কীভাবে বানাবেন
বেগুন-কুমড়ো-শসার ঘণ্ট
কী কী লাগবে
কীভাবে বানাবেন