সমাজের মধ্যে তাদের স্থান না থাকলেও সমাজের একটি অপরিহার্য অংশ হলেন যৌনকর্মীরা। সিনেমা তৈরীর স্বার্থে হোক অথবা দুর্গাপুজোর জন্য মাটির প্রয়োজনে,এই যৌনকর্মীদের প্রয়োজন অস্বীকার করা যায় না। সমাজের এই বিশেষ কর্মীদের সম্মান দেওয়ার উদ্দেশ্যেই প্রতিবছর পালন করা হয় আন্তর্জাতিক যৌনকর্মী দিবস।
কবে পালন করা হয় আন্তর্জাতিক যৌনকর্মী দিবস?
প্রতিবছর ২ জুন আন্তর্জাতিক যৌনকর্মী দিবস পালন করা হয়।
আন্তর্জাতিক যৌনকর্মী দিবস পালন করার উদ্দেশ্য?
যৌনকর্মীদের ওপর যাতে কোনও ভাবে অত্যাচার, অবিচার বা বৈষম্য না দেখানো হয়, তাদের যাতে সমাজের একটি অংশ হিসেবে মেনে নেওয়া হয়, সেই বিষয়টি নিয়ে সকলের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়াই হল আন্তর্জাতিক যৌন কর্মী দিবস পালনের উদ্দেশ্য।
(আরো পড়ুন: ধূমপানের থেকেও ক্ষতিকারক এক জায়গায় দীর্ঘ সময় বসে থাকা, কী হয় এর ফলে)
২০২৪ সালে আন্তর্জাতিক যৌনকর্মী দিবসের থিম
২০২৪ সালের আন্তর্জাতিক যৌনকর্মী দিবসের থিম হলো ন্যায় বিচারে অ্যাক্সেস।
আন্তর্জাতিক যৌনকর্মী দিবসের ইতিহাস
১৯৭৫ সালের ২ জুন, ফ্রান্সের লিওনের সেন্ট নি চার্চে ১০০ জন যৌনকর্মী জমায়েত হয়েছিলেন। ওই যৌনকর্মীদের দাবি ছিল চার্চে বসবাসরত যৌনকর্মীদের ওপর পুলিশি অত্যাচার যাতে বন্ধ হয়ে যায়। পাশাপাশি তারা যে হোটেল গুলোতে কাজ করে, সেগুলি পুনরায় চালু করা এবং যাদের মৃত্যু হয়েছে তাদের হত্যার সঠিক তদন্ত করার দাবি। তারা একটি ব্যানার বানিয়েছিলেন যাতে লেখা ছিল, "আমাদের সন্তানেরা চায় না তাদের মা জেলে যাক।"
যৌনকর্মীদের ১০ দিনব্যাপী এই আন্দোলন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। যৌনকর্মীদের দাবি উপেক্ষা করে ফরাসি পুলিশ তাদের আরো কঠোর শাস্তির হুমকি দিয়েছিলেন কিন্তু ততদিনে এই আন্দোলনের আগুন ছড়িয়ে দিয়েছিল ইউরোপ এবং বৃটেনেও।
অবশেষে গ্লোবাল নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্ক প্রজেক্ট গঠন হয়, যার অধীনে প্রতিবছর ২ জুন আন্তর্জাতিক যৌনকর্মী দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যৌনকর্মীদের এই আন্দোলনের কথা মনে রাখার জন্যই প্রতিবছর পালন করা হয় আন্তর্জাতিক যৌনকর্মী দিবস।
(আরো পড়ুন: ডেটিং অ্যাপ নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে অনীহা, কিন্তু কেন)
আপনি কীভাবে পালন করবেন আন্তর্জাতিক যৌনকর্মী দিবস?
এই দিন আপনার নিকটস্থ কোনও পতিতালয়ে গিয়ে যৌনকর্মীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে আসতে পারেন। এছাড়া পতিতালয়ে যে ছোট ছোট শিশু থাকে, তাদের উপহার দেওয়ার মাধ্যমে এই দিনটি উদযাপন করতে পারেন আপনি।