কিছু বুঝে ওঠার আগেই একটি গাড়ি এসে ধাক্কা মেরে দিয়ে চলে গেল! না কোন অসাবধানতায় নয়। মোবাইলে কথা বলতে বলতে বা অন্য কারো সাথে কথা বলতে বলতে রাস্তা পেরোচ্ছিলেন তেমন কোন ঘটনাই ঘটেনি। বরং সম্পূর্ণ অন্য একটি কারণে চলন্ত গাড়ির ধাক্কায় পথে মৃত্যু হয় তার। সম্প্রতি আমেরিকার ক্যালিফর্নিয়াতে এমন ঘটনাই ঘটেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার মুখে পড়ার ঠিক আগের মুহূর্তে কতগুলি হাঁসকে রাস্তা পেরোতে সাহায্য করছিলেন ওই ব্যক্তি। কতগুলি হাঁসের একটি দলকে রাস্তার ওপারে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি গাড়ি এসে ধাক্কা মেরে দেয় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
আরও পড়ুন: পুরুষের বুকে বেশি লোম কীসের ইঙ্গিত? আসল সত্যিটা হয়তো অনেকেই জানেন না
দুর্ঘটনার সময় ওইখানে উপস্থিত থাকা একটি ১২ বছর বয়সী ছেলে সংবাদ মাধ্যমকে জানায়, ওই ব্যক্তি হাঁসেদের সমস্যা দেখে গাড়ি থেকে নেমে আসেন। তারপর অন্যান্য গাড়িগুলিকে থামিয়ে দিয়ে ওই হাঁসের দলটিকে রাস্তা পার হতে সাহায্য করছিলেন। ওই হাঁসের দলের মধ্যে বেশ কয়েকটি ছোট হাঁসও ছিল। যাদের পক্ষে ওই ব্যস্ত রাস্তা পার করা মোটেই সহজ নয়। তাই তাদের সাহায্য করতে এগিয়ে আসেন ক্যাসি রিভারা নামের বছর ৪১এর ওই ব্যক্তি। তার সাহায্য করা দেখে অনেকেই প্রশংসায় হাততালি দিয়ে ওঠে। হাঁসের দলটিকে ঠিকভাবে রাস্তা পার করিয়েও দেন ক্যাসি। কিন্তু দেওয়ার পরে যখন তিনি ফিরে আসছেন সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। বলা নেই কোথা থেকে একটি গাড়ি এসে আচমকা ধাক্কা পারে তাকে।
আরও পড়ুন: জামাইষষ্ঠীর পুজো করবেন কখন, জেনে নিন ষষ্ঠীর তিথি লগ্নের খুঁটিনাটি
আরও পড়ুন: বিড়ালের নালিশেই নাকি শুরু হয়েছিল জামাইষষ্ঠীর পুজো? জানুন পুরাণের কাহিনি
পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। গাড়ির মধ্যে যে তার চালকের আসনে ছিল সে নিতান্তই একটি কিশোর। এই মর্মান্তিক দুর্ঘটনার উপর ক্যালিফোর্নিয়ার অনেকেই সেই স্থানে যান এবং ক্যাসির স্মৃতি রক্ষার জন্য ফুল ও রাবারের তৈরি হাঁস রেখে আসেন। সমাজ মাধ্যমে এই ঘটনার কথা তুলে তাঁর পরিবারকেও অনেকে সমবেদনে জানিয়েছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup