করোনার দাপট এখন কমেছে। জনজীবন ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে। অনেকেই ভাবছেন, করোনার আতঙ্ক এবার শেষ হল বলে। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে করনোর একটি রূপ ভয় দেখাতে শুরু করেছে। এটি করোনার রূপ ওমিক্রনের এটি নতুন রূপ। আর সেটিই চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের।
কেন এই নতুন রূপ নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা? ওমিক্রনের নতুন রূপ BF.7 এবং BA.5.1.7-এর সংক্রমণের হার মারাত্মক বলে মনে করেছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এই রূপটির সংক্রমণের হার মারাত্মক বেশি। রবিবার ওমিক্রনের এই নতুন রূপে ১৮৭৮ জন সংক্রমিত হয়েছে ওমিক্রনে।
কেন এই নতুন করোনা নিয়ে ভয় বেড়েছে? বিজ্ঞানীরা বলছেন, করনোর এই BF.7 রূপটি প্রথম পাওয়া গিয়েছিলে চিনের উত্তর ভাগে। তার পরে সেটি ধীরে ধীরে দক্ষিণ দিকে ছড়িয়ে পড়তে থাকে। তার পরে BA.5.1.7 রূপটি সারা দেশে ছড়িয়ে পড়ে। এর সংক্রমণের হার দেখে বিজ্ঞানীদের আশঙ্কা এটি অবিলম্বেই চিনের সবচেয়ে বড় সংখ্যায় ছড়িয়ে পড়া করোনার রূপ হতে চলেছে। তাঁরা দেশের চিকিৎসা ব্যবস্থাকে সতর্ক করছেন। বলছেন, এই নতুন রূপ আটকানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে।
কেন এটি নিয়ে এত উদ্বেগ? বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই বলে আসছেন, করোনার নতুন একটি রূপ আসা মানেই, সেটির বিরুদ্ধে টিকা কতটা কার্যকর হবে, সেটি মানুষের শরীরে কীভাবে প্রভাব ফেলবে, সেটির বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা কার্যকর হবে— সব নিয়েই সন্দেহ থাকে।
শুধু তাই নয়, এই নতুন রূপ ফুসফুস বা শ্বাসনালী সংক্রমণ বাদ দিয়ে আর কোনও ক্ষতি করবে কি না, তা নিয়ে সন্দেহ থেকে যায়। সেই কারণেই যে কোনও একটি নতুন রূপই বিজ্ঞানীদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। আর তাই বিজ্ঞানীরা আপাতত এটির উপর কড়া নজরদারি চালাচ্ছেন।