বাংলা নিউজ > টুকিটাকি > Man Dies After Taking Viagra Pills: ভায়াগ্রার সঙ্গে এই জিনিসটি খেতেই স্ট্রোক! মৃত্যু নাগপুরের ব্যক্তির

Man Dies After Taking Viagra Pills: ভায়াগ্রার সঙ্গে এই জিনিসটি খেতেই স্ট্রোক! মৃত্যু নাগপুরের ব্যক্তির

ভায়াগ্রা ডেকে আনল বিপদ

Man Dies After Taking Viagra Pills: ভায়াগ্রা খেয়ে মৃত্যু ব্যক্তির। কিন্তু কারণটি কী? চিকিৎসকরা জানালেন অদ্ভুত কথা। 

ভায়াগ্রা এখন অতি পরিচিত একটি ওষুধ। এটি সম্পর্কে ভীতি আগের চেয়ে কমে গিয়েছে অনেকেরই। ফলে খুব সহজেই অনেকেই এই ওষুধটি সেবন করেন। কিন্তু তাতে নানা ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়। সেটিই বলেন চিকিৎসকরা। হালে এমনই এক মারাত্মক ঘটনা ঘটেছে। আর তাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কী সেই ঘটনা?

হালে নাগপুরের এই ব্যক্তির মৃত্যু হয়েছে ভায়াগ্রা খেয়ে। এক বান্ধবীর সঙ্গে তিনি একটি হোটেলে সময় কাটাতে গিয়েছিলেন। সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রথমে তিনি পাত্তা দেননি। কিন্তু ক্রমশ পরিস্থিতি খারাপ হতে থাকে। তার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কী করে এমন হল?

চিকিৎসকরা জানিয়েছেন, স্ট্রোক আর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। মস্তিষ্কে রক্ত চলাচলও বন্ধ হয়ে যায়। এবং তার সঙ্গে প্রায় ৩০০ গ্রাম মতো রক্ত জমাট বেঁধে গিয়েছিল। এই সব মিলিয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়। আর সেটিই বিপদ ডেকে আনে। কিন্তু অনেকেই তো ভায়াগ্রা খান। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে কী এমন হল, যা এমন বিপদ ডেকে আনল? চিকিৎসকরা জানিয়েছেন, বিষয়টির পিছনে শুধু ভায়াগ্রা নয়, রয়েছে আরও কিছুও।

(আরও পড়ুন: আবহাওয়ায় বড় বদল, নাক দিয়ে রক্তপাত অনেকের, রক্তচাপের রোগীদের সতর্ক করলেন চিকিৎসক)

কী হয়েছিল সেখানে? জানা গিয়েছে, ৪১ বছরের ওই ব্যক্তি তাঁর বান্ধবীর সঙ্গে সময় কাটানোর আগে দু’টি ৫০ মিলিগ্রামের সিলডিনাফিল গ্রুপের ওষুধ খান। যেটি ভায়াগ্রা নামে বেশি পরিচিত। এর সঙ্গে তিনি ব্যাপক মাত্রায় মদ্যপানও করেছিলেন। তাতেই পরিস্থিতি বিগড়ে যায়।

ওই ব্যক্তি বহু দিন ধরেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। কিন্তু তাঁর কোনও বড় অসুখ বা হার্টের সমস্যার রেকর্ড ছিল না। পরদিন সকাল থেকেই তাঁর বমি শুরু হয়। সঙ্গিনী তাঁকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি জানান, এমন সমস্যা তাঁর আগেও হয়েছে। প্রথমটায় এসবে পাত্তা দেননি তিনি। তার পরে ক্রমশ পরিস্থিতি খারাপ হতে থাকে। এক সময়ে তিনি চেতনা হারান। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ভায়াগ্রা বেশির ভাগ পুরুষের ক্ষেত্রেই নিরাপদে কাজ করলেও, যাঁদের রক্তচাপের সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে এটি বিপদ ডেকে আনতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি মোটেই খাওয়া উচিত নয়। কিন্তু সবেচেয় বেশি বিপদ হতে পারে এটি মদ্যপানের সময়ে খেলে। তাতে ব্লাড প্রেশার মারাত্মক কমে যেতে পারে। আর মাথায় অক্সিজেন কম যাওয়া বা রক্ত জমাট বাঁধার মতো সমস্যা হতে পারে। এক্ষেত্রেও তাই হয়েছে।

বন্ধ করুন