সময়ের সাথে সাথে সবকিছুই যেন বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বাঘ থেকে শুরু করে সাপ, আজ বিলুপ্তির পথে একাধিক বিরল প্রজাতির বন্যপ্রাণী। কিন্তু একদিকে যেমন বিভিন্ন প্রজাতির বিলুপ্তির খবর পাওয়া যাচ্ছে ঠিক তখনই পাওয়া গেল টিকটিকির নতুন প্রজাতির সন্ধান।
টিকটিকি, প্রায় প্রত্যেকটি বাড়িতেই অবাধ যাতায়াত এনার। সেই টিকটিকির এবার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেল ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। তবে একটি বা দুটি নয়, একেবারে ছয়টি নতুন প্রজাতির টিকটিকির সন্ধান পেয়েছেন গবেষকরা। ইতিমধ্যেই এই আবিষ্কার নিয়ে বিভিন্ন মহলে জল্পনা কল্পনা তুঙ্গে।
(আরও পড়ুন: রোগী হাসপাতালে, চিকিৎসক চেম্বারে! মাঝে ৫০০০ কিমি, তাতেও রিমোটে হয়ে গেল অপারেশন, কোথায় যাচ্ছে দুনিয়া)
দেরাদুনের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, অশোকা ট্রাস্ট ফর রিসার্চ এন্ড ইকোলজি এন্ড অ্যানভারমেন্ট এবং লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী এবং গবেষকরা টিকটিকির অনেক নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। ভারতে আবিষ্কৃত এই নতুন ছয়টি প্রজাতির টিকটিকির কথা ইতিমধ্যেই স্থান পেয়েছে জার্মানিতে প্রকাশিত একটি প্রকৃতি গবেষণা সংস্থার জার্নালে।
ছয়টি প্রজাতির মধ্যে দুটি নতুন প্রজাতির টিকটিকি পাওয়া গেছে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে। মণিপুর এবং মিজোরামে একটি করে প্রজাতির সন্ধান পাওয়া গেছে। WII - এর তরফ থেকে প্রকাশ করা একটি বিবৃতি থেকে জানা গেছে, এই প্রজাতি গুলির আবিষ্কার হয়েছে গত জুলাই মাসে। এই আবিষ্কার নিঃসন্দেহে জীব বৈচিত্র্যে একটি নতুন নজর তৈরি করেছে।
(আরও পড়ুন: কনডোম যৌন নিরাপত্তা দেয় ঠিকই, কিন্তু বাড়ায় ক্যানসারের আশঙ্কা! জানালেন গবেষকরা)
এই আবিষ্কারের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গবেষকদের প্রশংসা করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি জানিয়েছেন, নিঃসন্দেহে এই এই প্রজাতিগুলি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে। আগামী দিনে এই নতুন প্রজাতির টিকটিকির বংশবিস্তার যাতে হতে পারে, যদি কেউ নজর দেওয়া হবে।