মাঝে বৃষ্টির একটু স্বস্তি মিললেও আবার শুরু হয়েছে সেই গরম। আর এর মধ্যে অগত্যা ভরসা রাখতে হচ্ছে এসিতে। কিন্তু এই মে মাসের গরমে কিছু কায়দা জানলেই এসির বিল কমানো যায়। এগুলি অনেকেই জানেন না ঠিকমতো।
1/6মাঝে বৃষ্টির একটু স্বস্তি মিললেও আবার শুরু হয়েছে সেই গরম। আর এর মধ্যে অগত্যা ভরসা রাখতে হচ্ছে এসিতে। কিন্তু এই মে মাসের গরমে কিছু কায়দা জানলেই এসির বিল কমানো যায়। এগুলি অনেকেই জানেন না ঠিকমতো। (Freepik)
2/6ঠিক মোড: এসি কোন মোডে চালাচ্ছেন তা জানা জরুরি। ভুল মোডে এসি চালালে হুর হুর করে বিদ্যুৎ যায়। তাই কোন মোডে চালালে সবচয়েে কম বিল উঠবে সেটা জেনে নিন। এসি সংস্থার পরামর্শও নিতে পারেন। (Freepik)
3/6 টনের ভিত্তিতে এসির মোডের হিসেব পাল্টে যায়। তাই কত টনের এসি ব্যবহার করছেন দেখে নিন। সেই মতো মোড ঠিক করে এসি চালান। দেখবেন আর বিল নিয়ে ভাবতেই হচ্ছে না। (Freepik)
4/6কত স্টারের এসি ব্যবহার করছেন সেটাও দেখে নিন। স্টার রেটিংয়ের উপর নির্ভর করে এসি বেশি বিদ্যুৎ খরচ করে না কম। সেইমতোই এসি চালাতে হবে। (Freepik)
5/6এসি মেশিনের সঙ্গে একটি গাইডবুকও দেওয়া হয়। সেখানেই এসির নির্দিষ্ট উষ্ণতা সম্পর্কে নির্দেশ থাকে। তাই সেটি খেয়াল রেখে এসি চালালে বাঁচবে বিল। (Freepik)
6/6এসির সঙ্গে ফ্যানও চালিয়ে দিন। এতে এসির ঠান্ডা হাওয়া ঘরের সব কোণে কোণে পৌঁছে যাবে। ফলে দ্রুত ঠান্ডা হবে ঘর। এরপর এসি অফ করে দিলেও আর চিন্তা নেই। (Freepik)