Acne home remedies: কলার খোসাই এবার দূর করবে মুখের... more
Acne home remedies: কলার খোসাই এবার দূর করবে মুখের ব্রণ। কীভাবে, কী দিয়ে ব্যবহার করতে হবে সেই খোসা। জেনে নিন বিশদে।
1/6ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নানারকম বাজার চলতি ওষুধ ও ক্রিম লাগান। তবে এর থেকে ত্বকের ক্ষতিও হয় অনেক। তাই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ের হদিশ থাকছে এবার। কলার খোসা দিয়েই ব্রণর সমস্যা দূর করে ফেলুন এবার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
2/6ওটস ও কলার খোসা: ওটস আর কলার খোসা মুখের ব্রণ আর দাগ দূর করে। ওটসের সঙ্গে কলার খোসা মিশিয়ে মিক্সারে পেস্ট করে নিন। এতে দুই চামচ চিনি মিশিয়ে মুখে ১০ মিনিট মাসাজ করুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
3/6এরপর হালকা গরম জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে যত্ন করে মুখ মুছে ময়শ্চারাইজার লাগান। এই ফেসপ্যাক ত্বক থেকে ব্রণ দূর করে। এমনকী ত্বক উজ্জ্বল করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/6কলার খোসা ও লেবু: কলার খোসার সঙ্গে লেবু মিশিয়েও মুখ পরিষ্কার রাখা যায়। কলার খোসা প্রথমে পেস্ট করে নিন। এর মধ্যে লেবুর রস মিশিয়ে পেস্টটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
5/6হলুদ ও কলার খোসা: হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের ব্রণ দূর করে। এর জন্য এক চামচ কলার খোসার পেস্টে এক চা চামচ হলুদ মিশিয়ে নিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
6/6এই পেস্ট দিয়ে ত্বকের মাসাজ করুন ১৫ মিনিট। এরপর মুখ হালকা গরম জলে ধুয়ে নিন ভালো ভাবে। তারপর অবশ্যই ময়শ্চারাইজ করে নিন। কিছু দিন নিয়মিত করলেই দূর হবে মুখের ব্রণ ও দাগ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)