বাংলা নিউজ > টুকিটাকি > Poems for Europa: রকেটের গায়ে খোদাই হবে কবিতা! ভিন গ্রহের জন্য কলম ধরলেন কে

Poems for Europa: রকেটের গায়ে খোদাই হবে কবিতা! ভিন গ্রহের জন্য কলম ধরলেন কে

আডা লিমন (Reuters)

২০২৪ সালের অক্টোবরে বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপাতে রওনা দেবে নাসার তৈরি ইউরোপা ক্লিপার। ২১ লাইনের এক কবিতা উজ্জল হয়ে থাকবে তার গায়ে। কিন্তু কবি কে?

রকেট যাবে অনেকদূর, সঙ্গে যাবে কে? ২১ লাইনের কবিতাই তাই ছন্দ বেঁধেছে। মানুষের তৈরি রকেটের পাশপাশি এবার মহাকাশ সাক্ষী হবে মানুষের লেখা কবিতার। আগামী বছরের অক্টোবরে বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপাতে রওনা দেবে নাসার তৈরি বিশেষ রকেট। ইউরোপা ক্লিপার নামে ওই রকেটের গায়েই খোদাই থাকবে পৃথিবীর তরফে আডা লিমনের কবিতা। আমেরিকার বিখ্যাত কবি আডা লিমনের ২১ লাইনের টেরসেটই উজ্জল হয়ে থাকছে নাসার ইউরোপা ক্লিপারের গায়ে। টেরসেটের অর্থ তিন লাইনের একটি একটি স্ট্যানজা লেখা কবিতা। সাতটি স্ট্যানজায় এই ২১ লাইনের কবিতা লেখেন আডা। বৃহস্পতিবার রাতে লাইব্রেরি অব কংগ্রেসের এক অনুষ্ঠানে কবিতাটি সকলকে পড়ে শোনান তিনি।  

আরও পড়ুন: পাবলিক টয়লেটে যেতে হয় মাঝে মাঝেই? ৫ কথা মনে রাখুন, নইলে বড় রোগের আশঙ্কা

আরও পড়ুন: ১৮০০০ বছর আগে জন্ম! সমুদ্রের তলায় বিরাট আগ্নেয়গিরির খোঁজ! কোন বিপদের ইঙ্গিত

বৃহস্পতিবার রাতে বেশ উচ্ছসিত ছিলেন আডা লিমন। তবে এক বছর আগে যেদিন তার কাছে  প্রস্তাব আসে, সেদিন রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যান। কবিতার জন্য এই ৪৭ বছর বয়সি মহিলা কবির নাম আমেরিকায় বেশ খ্যাত। কিন্তু হঠাৎ করে রকেটের গায়ে কবিতা লিখতে হবে, এমন প্রস্তাব ভ্যাবাচাকা খাওয়ার মতোই। শুধু তাই নয়, ভিন গ্রহের জন্য কী এমন বার্তা কবিতায় লিখে পাঠানো যেতে পারে? সে নিয়েও বেশ চিন্তায় ছিলেন ন্যাশনাল বুক ক্রিটিকস অ্যাওয়ার্ড জয়ী আডা। এক বছর বাদে অবশ্য সে সব উধাও। লাইব্রেরি অব কংগ্রেসের প্রস্তাব মেনে এক বছর বাদে তিনি উপস্থিত হলেন ২১ লাইনের কবিতা ‘পোয়েমস ফর ইউরোপা’ নিয়ে। ইউরোপাকে নিয়ে আশার কথা রয়েছে ওই কবিতার পঙক্তিতে পঙক্তিতে। 

আগামী বছরের অক্টোবরে ইউরোপার উদ্দেশ্যে যাত্রা করছে ইউরোপা ক্লিপার। তবে সেখানে পৌঁছাতে লেগে যাবে ছয় বছর। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে ২০৩০ সালে সেই উপগ্ৰহে পৌঁছাবে‌। এর মধ্যে মোট ১.৬ বিলিয়ন মাইল অর্থাৎ ২৬ কোটি কিলোমিটার পথ পাড়ি দেবে রকেট। তার গায়ে কবিতাটি লিমনের হাতের লেখাতে খোদাই করা থাকবে। কুল মুন নামে পরিচিত ইউরোপায় জলের সমুদ্র আছে বলেই ধারণা বিজ্ঞানীদের‌। সৌরশক্তির সাহায্যে চলমান ওই রকেট জলের খোঁজেই পৌঁছে যাবে বৃহস্পতির চাঁদে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন