১০ বছর বছরেই এগ রোলের দোকান সামলাচ্ছে এক ছেলে, এই ভিডিয়োই ভাইরাল হয়েছে সম্প্রতি, না কোনও মিথ্যে গল্প নয়। জসপ্রীতের জীবনের গল্প এমনই। জীবন পথের নানান বাঁকে আমাদের জন্য অপেক্ষা করে থাকে শুভ সংবাদ কিংবা দুঃসংবাদ। ভালো কিংবা মন্দ সমস্ত কিছুই মানিয়ে এগিয়ে যেতে হয় আমাদের, এমনই এক কঠিন পরিস্থিতিতে নিজের বাবাকে হারিয়ে খাবারের দোকান চালাচ্ছেন বছর দশকের এক ছেলে। হ্যাঁ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বছর দশকের কিশোর ছেলেটি দিল্লিতে রাস্তার পাশে রোল বিক্রি করছে ফুড স্টলে। বিখ্যাত ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা মাঝেমধ্যেই বিভিন্ন রকম ভিডিয়ো শেয়ার করে থাকেন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে। এবার এই দশ বছরের বালকের ভিডিয়োটি শেয়ার করে ভাইরাল করেছেন তিনি।
জীবনের কঠোর বাস্তবতার সামনে দাঁড়িয়ে এই পেশায় আসতে বাধ্য হয়েছে ছোট্ট এই ছেলেটি। বাবা যক্ষ্মায় মারা যাবার পর ১০ বছরের জসপ্রীত ব্যবসা চালাচ্ছেন কোনক্রমে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে জসপ্রীত এগ রোল বানাচ্ছে মন দিয়ে। এগুলো বানাতে বানাতে এই ছেলেটি তাঁর সুখ-দুঃখের গল্প ভাগ করে নেয় সোশাল মিডিয়ায়। জসপ্রীতের এই জীবন সংগ্রাম মুগ্ধ করেছে আনন্দ মাহিন্দ্রাকে। আনন্দ ছেলেটির সঙ্গে যোগাযোগ করেন এবং ভবিষ্যতে তাঁর লেখাপড়ার সকল ধরনের সাহায্য তিনি করবেন বলে আশ্বাস দেন। ৬৮ বছরের এই প্রবীণ ব্যবসায়ী বলেন মাহিন্দ্রা ফাউন্ডেশন ছেলেটি শিক্ষার সমস্ত রকম ব্যবস্থা করবে।
প্রসঙ্গত এই ভিডিয়োটি সামনে আসে ফুড ব্লগার সবজিত সিং-এর একটি ফুড ব্লগ থেকে৷ ইদানিং কালে ফুড ব্লগগুলি বেশ জনপ্রিয় হয়েছে নেটিজেনদের কাছে। সেখানে যে কেবলমাত্র খাবার রেসিপি কিংবা খাবারের মেনু ভাগ করে নেওয়া হয় তাই নয়, বিভিন্ন বিক্রেতার জীবন সংগ্রামের গল্প উঠে আসে এই ভিডিয়োগুলি থেকে। তেমনই এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের প্রশংসা পেয়েছে বছর দশের জসপ্রীত৷ জসপ্রীতের পাশাপাশি ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রাকে অনেক নেটিজেন অভিনন্দন জানিয়েছেন তাঁর মানবিক পদক্ষেপের জন্য।