বাংলা নিউজ > টুকিটাকি > Holi Skin Care: রং তো খেললেন, আর ত্বকের যত্ন? দেখুন সহজ কিছু স্কিন কেয়ার টিপস

Holi Skin Care: রং তো খেললেন, আর ত্বকের যত্ন? দেখুন সহজ কিছু স্কিন কেয়ার টিপস

রং খেলার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন জানেন?

Holi Skin Care: রাত পোহালেই দোল। কিন্তু এদিন ফাটিয়ে রং খেলার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন জানেন? দেখে নিন সহজ কিছু টিপস।

'আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল...' রাত পোহালেই রঙিন উৎসব, রঙের উৎসব। গোটা দেশ মেতে উঠবে রঙের খেলায়। ইতিমধ্যেই নিশ্চয় আপনার রং, আবির সব কেনা হয়ে গিয়েছে? দেখুন আজকাল যেমন ভেষজ, বিষমুক্ত আবির পাওয়া যায়, তেমনই রাসায়নিক রং এবং আবির পাওয়া যায়। তাই কোনটা দিয়ে রং খেলছেন সেটা বোঝা সত্যিই মুশকিল! তার থেকেও মুশকিল হল যা খুশি দিয়ে একটা রং খেলার পর ত্বকের যত্ন নেওয়া। অনেকেই দোল খেলে আর সেভাবে ত্বকের যত্ন নেন না। এতে ত্বক রুক্ষ হয়ে পড়ে।

রঙ খেলার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন?

স্ক্রাব: জোর করে হাত পা থেকে রং তোলার জন্য স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন করবেন না। কড়া স্ক্রাব ব্যবহার করলে ত্বক রুক্ষ হয়ে যায়, ফুসকুড়ি বেরোয়। তাই স্ক্রাবিং না করে বরং ফেস মাস্ক লাগান। এতে ত্বক হাইড্রেটেড থাকবে। স্নান করার পর গায়ে ক্রিম বা তেল মাখুন।

পর্যাপ্ত জল এবং স্বাস্থ্যকর খাবার: বেশি পরিমাণে জল খান এদিন। ত্বককে হাইড্রেটেড রাখুন। অন্যদিকে দোলের দিন যে নানা ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়, যা কিনা খেতে ভালো হলেও শরীরের জন্য ঠিক নয়, সেগুলো খাওয়ার বদলে বরং স্বাস্থ্যকর খাবার খান। এতে ত্বক ভালো থাকবে।

ত্বকের চর্চা: রং খেলতে নামার আগে অবশ্যই গায়ে ভালো করে তেল বা ক্রিম মাখুন। এতে ত্বকে রং বসবে না। আপনার রং তুলতেও কষ্ট হবে না। সব থেকে ভালো হয় যদি আপনি নারকেল তেল ব্যবহার করেন।

মেকআপ: রং খেলে উঠেই মেকআপ করবেন না। রং খেলার পর আমাদের ত্বক শুষ্ক থাকে। তখন খেললে সমস্যা হতে পারে। তাই তখন মেকআপ করলে ত্বক আরও রুক্ষ, খারাপ হতে পারে।

বন্ধ করুন