Age gap couple: বয়সের ফারাক ১০ হোক বা ২০, ১৫ হোক বা ৩০। প্রেম একবার জমলে আর কোনওকিছুই চোখে লাগে না। তেমনই এক কাপলের গল্প ভাইরাল হল এবার।
1/4বয়সের ফারাক যতই হোক, একবার ভালো লেগে গেলে মন আর কোনওদিকে তাকায় না। কে কী বলল, তার তোয়াক্কাই করে না। স্বামী যতই বুড়ো হোক, বা বউ যতই তরুণী। একবার প্রেম হয়ে গেলে কাছে আসা আর ঠেকায় কে। সম্প্রতি এমনই এক হট কাপলের গল্প ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। (jam press)
2/4১২ বছর বয়সের ফারাকে বিয়ে হয় সিনডি ক্যাম্পোনোভো আর ম্যাসিমিলিয়ানোর। সিনডির যখন বয়স ২৬, তখন একটি বারে কাজ করত সে। অন্যদিকে ৩৮ বছরের যুবক ম্যাসিমিলিয়ানো ছিল এক সংস্থার ম্যানেজার পদে কর্মরত। দীর্ঘ ৪ বছর প্রেমের পর এখন তারা ৮ বছর ধরে বিবাহিত। তবে প্রথম সন্তান নিতে গিয়েই ভাইরাল হল তারা। ছোট্ট ৪ বছরের মেয়ে পেনোলোপ এসেছে তাদের জীবনে। (jam press)
3/4দৃশ্যতই হট কাপল হলেও ম্যাসিমিলিয়ানোর নাকি মাঝে মাঝে আক্ষেপ হয়। তবে প্রেম বা বিয়ে নিয়ে নয়। বাবা হিসেবে একটু বুড়ো হয়ে গিয়েছে সেই নিয়েই আক্ষেপ। সম্প্রতি বাবার হাত ধরে পেনোলোপের হাঁটার একটি ছবিও ভাইরাল হয়েছে। (jam press)
4/4সিনডি ঐ ম্যাসিমিলিয়ানো তাদের প্রেমের কথা ভাগ করে নেন টিকটকের একটি ভিডিয়োতে। সেখানেই ম্যাসিমিলিয়ানোর আক্ষেপের কথা বলেন সিনডি। আরেকটু আগে পরিচয় হলে ভালোই হত তাঁদের এমনটাই বক্তব্য ৫০ বছর বয়সি ম্যাসিমিলিয়ানোর। তবে এই সম্পর্কে তারা দুজনেই বেশ খুশি আছেন। (jam press)