বাংলা নিউজ > টুকিটাকি > Aindrila Sharma Passes Away: বিরল অসুখে প্রয়াত ঐন্দ্রিলা শর্মা, এই অসুখ গোড়াতেই কী করে ধরা যায়

Aindrila Sharma Passes Away: বিরল অসুখে প্রয়াত ঐন্দ্রিলা শর্মা, এই অসুখ গোড়াতেই কী করে ধরা যায়

ঐন্দ্রিলা শর্মা।

Ewing's Sarcoma Detection: বিরল এক ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঐন্দ্রিলা। কী করে গোড়াতেই এই অসুখ চেনা যায়?

ইউয়িং সারকোমা নামে বিরল এক ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। এক ধরনের ক্যানসার হলেও এটি বেশ বিরল। পরিসংখ্যান বলছে, আমেরিকায় প্রতি মিলিয়নে মাত্র এক জন আক্রান্ত হন এই ধরনের ক্যানসারে। আর সেই কারণেই এটির চিকিৎসাও বেশ কঠিন। 

২০১৫ সালের জন্মদিনের দিন ঐন্দ্রিলা প্রথম জানতে পেরেছিলেন, ক্যানসার বাসা বেঁধেছে শরীরে। তখন ক্লাস ইলেভেনের ছাত্রী। তখনই ইউয়িং সারকোমায় আক্রান্ত হন তিনি। এটি অস্থিমজ্জার ক্যানসার। তখনই শুরু হয় কেমোথেরাপি। দিল্লির এমসে নিয়ে যাওয়া। সেখানেই চলে চিকিৎসা।

কেন এই ক্যানসার একেবারই গোড়াতেই চেনা গেলে ভালো?

শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে এই ক্যানসার বেশি দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে এটি মারাত্মক আকার নিতে পারে। 

কীভাবে গোড়াতেই এই ক্যানসার চিহ্নিত করা যায়?

চিকিৎসকরা বলছেন, ব্যথা এবং তরল জমা প্রধান উপসর্গ। হাড় ভেঙ্গে যাওয়ার আশঙ্কাও দেখা দেয় এতে। অন্যান্য উপসর্গগুলির মধ্যে রয়েছে :

  • হঠাৎ জ্বর হওয়া।
  • ক্লান্তি অনুভব করা।
  • ত্বকের নীচে গুটি বা ফোলাভাব, বিশেষত বগলে এবং শরীরের বিভিন্ন অঙ্গে লিম্ফ নোড তৈরি হওয়া।

তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য কয়েকটি পরীক্ষা করাতে হয়। 

  • ইমেজিং বা প্রতিবিম্বকরণ।
  • এমআরআই স্ক্যান।
  • সিটি স্ক্যান।
  • পজিট্রন এমিশন টোমোগ্রাফি (পিইটি) স্ক্যান।
  • বোন ম্যারো: অ্যাসপিরেশন।
  • বায়োপসি।
  • রক্ত পরীক্ষা যেমন সি-রিয়েক্টিভ প্রোটিনের, লোহিত রক্তকণিকার কমার হার পরীক্ষা।

নিয়মমাফিক এই পরীক্ষাগুলি করালে এই ক্যানসার ধরা যায়। 

কারও ক্ষেত্রে উপরের উপসর্গগুলি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলছেন তাঁরা। 

টুকিটাকি খবর

Latest News

বয়স মাত্র ১ বছর ৪ মাস, রণবীর-আলিয়া কন্যা রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড' বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.