শরীরে নানান রোগ সৃষ্টির মূলে আজকের ব্যাপক বায়ুদূষণ। বিশেষত হবু মায়েদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে এটি। সম্প্রতি, চিনের ৫,৮০০ জনেরও বেশি মা-শিশুর উপর করা এক গবেষণায় বেরিয়ে এসেছে ভয়ানক ফলাফল। সন্তান গর্ভে আসার আগের মাসগুলিতে যদি মায়েরা বেশি মাত্রায় বায়ু দূষণের কবলে পড়েন, তাহলে জন্মের পর দুই বছর পর্যন্ত তাঁদের সন্তানরা এক সমস্যার সম্মুখীন হন। ওই শিশুদের ওজন বেশি হওয়ার সম্ভাবনা থাকে।
এনভায়রনমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত এই গবেষণায় আরও দেখা গিয়েছে যে, গর্ভাবস্থার তিন মাস আগে যখন মায়ের সংস্পর্শে আসা বাতাসে ক্ষতিকারক কণার মাত্রা (পিএম২.৫) প্রতি ঘনমিটারে ১৬.২ মাইক্রোগ্রাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে শিশুর দুই বছর বয়সে তার বিএমআই (বডি মাস ইনডেক্স) জেড স্কোর ০.০৭৮ পর্যন্ত বেড়ে যায়। উল্লেখ্য, একটি বিএমআই (বডি মাস ইনডেক্স) জেড স্কোর একটি শিশুর বিএমআই-কে একই বয়স এবং লিঙ্গের অন্যান্য শিশুদের সঙ্গে তুলনা করে ফলাফল দেখায়।
আরও পড়ুন: (Therapy for Paralyzed: এই নতুন থেরাপি নিলে আবার হাঁটতে পারবেন পক্ষাঘাতগ্রস্ত রোগীরা, গবেষণায় নতুন তথ্য)
গর্ভাবস্থার আগে দূষণের কারণে কী কী ঝুঁকি দেখা দেয়
আমেরিকা এবং চিনের গবেষকরা সাংহাইয়ের ম্যাটারনিটি ক্লিনিকে মা-শিশুদের নিয়ে এই গবেষণা করেছেন। গর্ভাবস্থার আগে ছোট কণা (পিএম২.৫, পিএম১০) এবং নাইট্রাস অক্সাইডের দূষণ কীভাবে প্রথম দুই বছরে শিশুদের বৃদ্ধিকে প্রভাবিত করে তা জানতে এই গবেষণা করা হয়েছিল।
গবেষকরা আরও দেখেছেন যে যখন পিএম১০ দূষণ প্রতি ঘনমিটারে ২১.১ মাইক্রোগ্রাম বৃদ্ধি পায়, তখন দুই বছর বয়সে শিশুর বডি মাস ইনডেক্স ০.০৯৩ বৃদ্ধি পায়। আবার ছয় মাস বয়স থেকে, গর্ভাবস্থার আগে যেসব শিশু বেশি দূষণের সংস্পর্শে এসেছিল, তাদের ওজন আরও বেশি বৃদ্ধি পেয়েছিল, তাদের বডি মাস ইনডেক্স বেশি ছিল।
গবেষকরা ওই পরিবারগুলোর বাড়ির ঠিকানায় দূষণের মাত্রা অনুমান করার জন্য স্যাটেলাইট ডেটা, দূষণ মডেল এবং আবহাওয়ার তথ্য ব্যবহার করেছিলেন। আমেরিকার সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একজন সিনিয়র গবেষক এবং কেক স্কুল অফ মেডিসিনের সহকারী অধ্যাপক ঝাংহুয়া চেন এ প্রসঙ্গে বলেছেন যে যেহেতু বায়ু দূষণ সর্বত্র ছড়িয়ে আছে এবং সকলেই এর সংস্পর্শে আসে, তাই শিশুদের স্থূলতার উপর এর প্রভাব পড়ার ঝুঁকি উল্লেখযোগ্য হতে পারে এবং তাদের মায়েদের গর্ভবতী হওয়ার আগেই এই পরিস্থিতি শুরু হতে পারে।
মায়েরা গর্ভাবস্থায় বায়ু দূষণের সংস্পর্শে আসার ফলে শিশুদের স্বাস্থ্যগত সমস্যা, যেমন শ্বাসকষ্ট এবং স্থূলতা এবং হৃদরোগের মতো দীর্ঘমেয়াদী অবস্থার ঝুঁকি বেড়ে যায়। তবে, গর্ভাবস্থার আগের সময়কাল নিয়ে খুব বেশি গবেষণা করা হয়নি। গবেষকরা ব্যাখ্যা করেছেন যে এই সময়ের দূষণ শুক্রাণু এবং ডিম্বাণুর স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: (Skin Care Tips: শুষ্ক হোক বা আর্দ্র ত্বক, কফি স্ক্রাবের এই ফর্মুলায় ত্বক হবে জেল্লাদার, মসৃণ)
গর্ভধারণের আগের তিন মাস গুরুত্বপূর্ণ
কেক স্কুল অফ মেডিসিনের প্রধান গবেষক এবং পোস্টডক্টরাল সহযোগী জিয়াওয়েন লিয়াও বলেছেন, এই গবেষণাগুলি থেকেই এটা ইঙ্গিত পাওয়া যায় যে গর্ভধারণের আগের তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন, তাঁদের সন্তানদের স্থূলতার ঝুঁকি কমাতে বায়ু দূষণের সংস্পর্শ কমানোর চেষ্টা করা উচিত। যদিও গবেষণাটি এর কারণ এবং প্রভাব প্রমাণ করতে পারেনি। গবেষকরা এ ক্ষেত্রে সুস্থ থাকার জন্য, সম্ভাব্য ক্ষতি কমানোর উপায়গুলি তুলে ধরেছেন। যেমন মাস্ক পরা, এয়ার পিউরিফায়ার ব্যবহার করা এবং বাইরের বাতাস খারাপ থাকলে ঘরের ভিতরে থাকা, এই নিয়মগুলো মেনে চলা উচিত।