ভারতে পুরুষদের মদ্যপানের পরিমাণ বাড়ছে বলেও জানাচ্... more
ভারতে পুরুষদের মদ্যপানের পরিমাণ বাড়ছে বলেও জানাচ্ছে সমীক্ষা। তবে সেদিক থেকে মদ্যপানে কমতি রয়েছে মহিলাদের। দেখা যাচ্ছে, মহিলারা বিয়ার, দেশী মদ ও অন্যান্য পানীয়ের দিকে।
1/5কয়েক মাস আগে ল্যানসেটের গবেষণা বলেছিল যে ভারতে বেড়ে যাচ্ছে মদ্যপান। তবে, ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভের তরফে বলা হচ্ছে, ভারতে এখন মদ্যপানের প্রবণতা হ্রাস পাচ্ছে। সমীক্ষায় উঠে এসেছে মদ্যপানের প্রবণতায় মহিলা ও পুরষদের পরিস্থিতির কথা।
2/5গবেষণা বলছে, মদ্যপানের দিক থেকে দৈনিক পানের অভ্যালে অনেকটাই প্রবণতা বেড়ে যাচ্ছে পুরুষদের। ভারতে পুরুষদের মদ্যপানের পরিমাণ বাড়ছে বলেও জানাচ্ছে সমীক্ষা। তবে সেদিক থেকে মদ্যপানে কমতি রয়েছে মহিলাদের। দেখা যাচ্ছে, মহিলারা বিয়ার, দেশী মদ ও অন্যান্য পানীয়ের দিকে।
3/5গবেষণা বলছে, ২০১৫-১৬ সালের তুলনায় পুরুষদের মধ্যে মদ পানের যে পরিসংখ্যান ছিল তার থেকে ২২.৩৭ শতাংশ কমে গিয়েছে মদ্যপান। আর মহিলাদের মদ্যপানের প্রবণতা কমেছে ৩৯ শতাংশ। তবে পুরুষদের দৈনিক মদ্যপানের পরিমাণ বেড়েছে ২৪.১৯ শতাংশ। যাঁরা সপ্তাহে একবার মদ্যপান করেন তাঁদের শতাংশ বেড়েছে ৭.২৪ হিসাবে।
4/5২০১৬ থেকে ২০২০ সালের যে পরিসংখ্যান রয়েছে, তাতে দেখা যাচ্ছে, যে মহিলাদা তাড়ি বা স্থানীয় মদের দিকে বেশি অংশে ঝুঁকে থাকতে শুরু করেছেন। তবে সার্বিকভাবে মহিলাদের মদ্যপানের পরিসংখ্যানে ব্যাপক পতন এসেছে। তবে যে পুরুষরা রোজ মদ্যপান করেন, তাঁদের সংখ্যা উদ্বেগে রাখছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5সমীক্ষা বলছে, দেখা যাচ্ছে ১৩ বছর বয়স থেকে দেশে মদ্যপান শুরুর গড় বয়স উঠে আসছে। তবে ভয়ানকভাবে বেড়ে গিয়েছে দেশী মদের চাহিদা। প্রবল পরিমাণে আগের থেকে অনেক বেশি বেড়েছে এই সংখ্যা।