সিনেমার স্বার্থে কখনও ওজন বাড়াতে হয়, কখনও আবার ওজন কমাতে হয় অভিনেতা অভিনেত্রীদের। দিনের একটি নির্দিষ্ট সময় যদি শরীরচর্চা না করেন তাঁরা, তাহলে সুন্দর সুঠাম শরীর ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। তবে শুধু শরীরচর্চা করেই ক্ষান্ত হন না অভিনেতা অভিনেত্রীরা, সেই ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট করতেও দেখা যায় তাঁদের।
কিছুদিন আগেই আলিয়া ভাটকে একটি ভিডিয়োয় দেখা যায় হিপ থ্রাস্ট করতে। আলিয়ার পর শ্রীদেবী কন্যা খুশি কাপুরকেও ওই একই ব্যায়াম করতে দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় ওই একই ব্যায়াম করার ভিডিয়ো পোস্ট করতে দেখা গেল অনন্যা পান্ডেকে।
(আরও পড়ুন: ডায়াবিটিসের ভয়ে বেছে নিয়েছেন কৃত্রিম মিষ্টি? হার্টের কী ক্ষতি করছেন জানেন)
সম্প্রতি অনন্যা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি ১২০ কেজি ওজন তোলার পাশাপাশি করছেন হিপ থ্রাস্ট করছেন। মোট ৬ বার তাঁকে হিপ থ্রাস্ট করতে দেখা যায় ভিডিয়োয়। ব্যায়াম অনুশীলন শেষ করার পর অনন্যার মুখে হাসি ফোটে কারণ প্রশিক্ষক বেশ খুশি হন অনন্যার এই ব্যায়ামের প্রচেষ্টা দেখে।
অনন্যা একটি কালো রংয়ের স্পোর্টস ব্রা, একটি ব্যাগি স্লিভলেস টি-শার্ট এবং ম্যাচিং জিম শর্টস পরেছিলেন অনুশীলন করার সময়। নো মেকআপ লুক এবং অগোছালো চুলে অনন্যাকে কিন্তু দেখতে লাগছিল বেশ মোহময়ী।
হিপ থ্রাস্ট কী?
এটি এমন একটি ব্যায়াম যেটি করলে নিতম্ব এবং পশ্চাৎদেশের পেশী শক্তিশালী হয়। এই ব্যায়ামটি করার সময় একটি মেশিন এবং নিতম্বের সাহায্য নিতে হয়। এটি শুধুমাত্র পশ্চাৎ দেশ নয়, হাঁটু এবং পিঠের নিচের অংশকেও শক্তিশালী করে।
প্রসঙ্গত, অনন্যা চাঙ্কি এবং ভাবনা পান্ডের বড় মেয়ে। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার টু’ চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। এরপর ‘পতি পত্নী আউর ও’ সিনেমায় তপস্যার ভূমিকা অভিনয় করেছিলেন তিনি। হিন্দি সিনেমার পাশাপাশি ২০২২ সালে তেলেগু ইন্ডাস্ট্রিতে তিনি আত্মপ্রকাশ করেছিলেন ‘লিগার’ নামক একটি সিনেমার হাত ধরে।
(আরও পড়ুন: দীপিকা থেকে কিম, বিশ্বজুড়ে সেলিব্রিটিদের এ কেমন হটেস্ট স্কিনকেয়ার ট্রেন্ড?)
আগামী দিনে ‘CTRL’, ‘দা আনটোল্ড স্টোরি’ নামক দুটি সিনেমায় অভিনয় করবেন তিনি। এছাড়াও ‘কল মি বে’ নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন অনন্যা। তাই বোঝাই যাচ্ছে, আপাতত তিনি ভীষণ ব্যস্ত ক্যারিয়ার নিয়ে।