ADHD Signs And Symptoms: এডিএইচডি-র কথা সাধারণত ছোট বাচ্চাদের ব্যাপারেই বেশি শোনা যায়। সম্প্রতি আলিয়া ভাটের কথায়, তিনিও ওই সমস্যায় আক্রান্ত। এডিএইচডি-র পুরো অর্থ হল অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অর্থাৎ যেই সমস্যায় একজন ঠিকমতো কোনও কাজে অ্যাটেনশন বা মনোযোগ দিতে পারেন না। অন্যদিকে তার মধ্যে হাইপারঅ্যাক্টিভিটি অর্থাৎ অতিমাত্রায় তৎপরতা দেখা যায়। মূলত ছোটদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। তবে এমনটা নয় যে বড়রা এই সমস্যায় আক্রান্ত হন না। আলিয়া ভাট জানিয়েছেন, তিনিও সেই সমস্যার শিকার (Alia Bhatt ADHD)।
ADHD-র মূলত কাদের হয়?
মূলত শিশুদের ও বয়ঃসন্ধির ছেলেমেয়েদের মধ্যে এডিএইচডি বেশি দেখা যায়। আমরা প্রায়ই ‘দুরন্ত বাচ্চা’ কথাটা বলে থাকি। এমন বাচ্চাদের মধ্যে অনেকেই এই সমস্যায় ভোগে (সকল দুরন্ত বাচ্চাই এডিএইচডি-তে আক্রান্ত হবে, তার কোনও অর্থ নেই)। এই বাচ্চারা পড়াশোনা বা কোনও কাজে বেশিক্ষণ মন বসাতে পারে না। ধৈর্য ও মনোযোগ অন্যদের তুলনায় কম হয়। আবার এদের ক্ষেত্রে অতি তৎপরতা দেখা যায়। অর্থাৎ কোনও উদ্যোগ নিতে হলে তাদের চটজলদি এগিয়ে আসতে দেখা যায়। স্বাভাবিকের তুলনায় দ্রুত কাজ করে ফেলতে দেখা যায়। কিন্তু অন্যমনস্কতার কারণে সেই কাজে ভুল থেকে যায়।
আরও পড়ুন - Leg Pain Remedies: হেঁটে হেঁটে পায়ে ব্য়থা? পেইনকিলার নয়, ঘরোয়া উপায়েই চটজলদি কমান যন্ত্রণা
বড়দের ADHD হয়?
বাচ্চাদের মধ্যে বেশি দেখা গেলেও বড়দের এই সমস্যা হতে পারে। যেমন আমেরিকার একটি পরিসংখ্যান বলছে, সেই দেশে ৮০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট এডিএইচডি-তে (১৮ বছরের পর এডিএইচডি হলে তাকে অ্যাডাল্ট এডিএইচডি বলা হয়ে থাকে) আক্রান্ত। ভারতের মতো দেশেও এই সমস্যা অতিমাত্রায় বিদ্যমান। তবে অধিকাংশ ব্যক্তিই মনোবিদের দ্বারস্থ হন না। ফলে অজানাই থেকে যায় পরিসংখ্যানটি।
আরও পড়ুন - Abusing Maa Durga: অশ্রাব্য গাল দিয়ে, ঝাঁটা মেরে বিদায় জানানো হয় মাকে, এই পুজোর রীতি বড় অদ্ভুত
কোন কোন লক্ষণ দেখা যায় (ADHD Signs)?
ঘন ঘন ভুলে যাওয়া - পাঁচ মিনিট আগের কথা ভুলে যাওয়া। যা অন্যমনস্কতা বা স্ট্রেসের মধ্যে থাকার কারণে হয়।
খুব বেশি মন দিয়ে কাজ করা - একটা কাজ করতে করতে তার মধ্যে নিবিষ্ট হয়ে পড়া। এসব ক্ষেত্রে অন্যদিকে সহজে মন দিতে পারেন না ওই ব্যক্তি।
অতিরিক্ত চিন্তা করা - কোনও একটি বিষয় নিয়ে অতিরিক্ত ভেবে চলা। ভেবে ভেবে প্রচণ্ড উদ্বেগে থাকা।
নানা দিকে মন চলে যাওয়া - একটা কাজ করতে বসলে তাতে ঠিকমতো মনোযোগ করতে না পারা। নানা দিকে মন চলে যাওয়া বারবার।
টাইম ম্যানেজমেন্টের অভাব - টাইম ঠিকমতো ম্যানেজ করতে না পারা এডিএইচডি-র অন্যতম লক্ষণ। প্রায়ই শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে কোনও কাজ করা। ঠিকমতো কাজ না করে উঠতে পারা। সময় পেরিয়ে যাওয়া।