সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর চার দিনের জন্য। এই চার দিনের আনন্দ সারা বছরের সমস্ত ক্লান্তিকে দূর করে দেয়। বন্ধুদের সঙ্গে হাসি, মজা,ঠাট্টা,আনন্দ, এই সব কিছুর মাঝে ভুলে থাকা যায় কষ্ট, দুঃখকে। পুজোর আর এক মাসও বাকি নেই তাই আর এক মুহূর্ত দেরি না করে প্রিয়জনকে এখনই পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা।
১) প্রতিবছরের মত এই বছরেও মা উমা আসছেন নিজের বাড়িতে, এই শুভ মুহূর্তে তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
২) মা দুর্গার আশীর্বাদে মঙ্গলময় হয়ে উঠুক আপনার জীবন, আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
৩) সুদূর বিদেশে থাকলেও পুজোর কটা দিন তোমাকে মনে পড়ে ভীষণ, এখন থেকেই তোমাকে জানাই শারদীয়ার অনেক অনেক ভালোবাসা।
(আরও পড়ুন: অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক)
৪) সমস্ত কঠিন সময়কে পেরিয়ে ভালো সময় জয় করো এই কামনাই করি, তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা।
৫) দেবী দুর্গার আশীর্বাদ সবসময় থাকবে তোমার সঙ্গে, মা দুর্গার আশীর্বাদে সবকিছু হবে মঙ্গলময়। শারদীয়ার এই শুভ লগ্নে তোমাকে জানাই ভালোবাসা এবং শুভেচ্ছা।
৬) দুর্গাপূজার আনন্দ এবং উৎসবে মেতে উঠুক সকলে, সকলের মুখে হাসি ফুটে উঠুক। কোনও কষ্ট যেন গ্রাস না করতে পারে কাউকে, এই কামনার সঙ্গেই তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
৭) সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত হোক তোমার জীবন, তোমাকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা।
৮) অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠে তোলো ডাক, ন্যায়ের পথে চালিত হোক সকলে। সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা।
(আরও পড়ুন: অনুদানে আগেই ‘না’, এবার চাঁদার বিলে জাস্টিস স্ট্যাম্প দিল কলকাতার পুজো কমিটি)
৯) মা আসছেন, কেটে যাবে সমস্ত অন্ধকার। হবে নতুন সূচনা। সবকিছু হবে মঙ্গলময় এই কামনার মাধ্যমে তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
১০) জীবনের সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি দিন তোমাকে মা দুর্গা, দেবী দশভূজার মতো তুমিও যেন সমস্ত অন্যায়কে নাশ করতে পারো, তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।