1/11আজও পৃথিবীর নানা প্রান্তে প্রচলিত রয়েছে নানা আজব সংস্কৃতি। যেগুলির অনেকগুলিই বিশ্বায়নের পরে যে থেকে যেতে পারে, তা বিশ্বাস করা কঠিন। তেমনই এক আজব সংস্কৃতি হল, আঙুল কাটার সংস্কৃতি। (Flickr)
2/11এখনও পৃথিবীতে টিকে রয়েছে এমনই এক সংস্কৃতি। তবে সেটি নাগরিক সংস্কৃতি নয়, একেবারেই গ্রাম্য। বিশেষ একটি জনজাতির মানুষের সংস্কৃতি এটি। এই আঙুল কাটার রীতিটি। (Flickr)
3/11তবে বিস্ময়ের কথা হল, এই প্রথা শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ যদি বাড়ির কেউ মারা যান, তাহলে মহিলাদের আঙুল কেটে ফেলে হয় এই সব ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে এমন কোনও রেওয়াজ নেই। (Flickr)
4/11কোথায় আছে এই সংস্কৃতি বা প্রথা? এটি রয়েছে ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে। (Flickr)
5/11ইন্দোনেশিয়ায় দানি নামের জনজাতির মধ্যে এখনও এই সংস্কৃতি রয়েছে। পরিবারের কেউ মারা গেলে সেখানে মহিলাদের আঙুল কেটে ফেলা হয়। (Flickr)
6/11এই জনজাতির মানুষের বিশ্বাস, কেউ মারা গেলে যদি পরিবারের মহিলাদের আঙুল কেটে ফেলা হয়, তবে সেই মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। সেই কারণেই শতাব্দীর পর শতাব্দী এই রীতি চলে আসছে। (Flickr)
7/11এই নিয়ম মেনে পরিবারের যত জন মারা যাবেন, সেই পরিবারের মহিলারা তার নিরিখে একটি করে আঙুল হারাতে থাকেন। (Flickr)
8/11মনে করা হয়, আঙুল কেটে ফেলার পরে মহিলারা যে ব্যথা পান, সেটিই শোকপ্রকাশের প্রকৃতি ধরন। আর সেই যন্ত্রণাই মৃত ব্যক্তির আত্মাকে শান্তি দেয়। (Flickr)