বাংলা নিউজ > টুকিটাকি > Hair Care: পরেবারের পুজোয় ঘন চুল চাই তো? তেলের বদলে ব্যবহার করুন এটা
পরবর্তী খবর

Hair Care: পরেবারের পুজোয় ঘন চুল চাই তো? তেলের বদলে ব্যবহার করুন এটা

চুলের যত্ন নিতে নারকেলের দুধ ব্যবহার করুন

Hair Care: চুল শুষ্ক হয়ে গিয়েছে? নিষ্প্রাণ লাগে? তাহলে চুলের যত্নের জন্য, নারকেলের তেলের বদলে ব্যবহার করুন এই উপাদান। কোন উপাদান? কীভাবে ব্যবহার করবেন? দেখুন।

চুলের যত্ন নেওয়ার জন্য নারকেল তেল ভীষণই উপকারী। নারকেল তেল ব্যবহার করলে একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চুলের নানান সমস্যা তাড়াতে সাহায্য করে থাকে নারকেল তেল। কিন্তু আপনি কি জানেন নারকেলের আরও একটি উপাদান আছে যা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। ভাবছেন কোন উপাদান? আসুন দেখে নেওয়া যাক। এই উপাদান নারকেল তেলের মতোই দারুন কার্যকর। নারকেলের দুধের কথা বলছি।

রান্নার কাজেই মূলত নারকেলের দুধ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এটার চুলের পরিচর্যার জন্য ব্যবহার করা যেতে পারে। এটা চুলে পুষ্টি জোগায়।

যে চুল ভীষণ শুষ্ক, নিষ্প্রাণ, দূষণ, ইত্যাদির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে ভালো করতে, যত্ন নিতে নারকেলের দুধ ভীষণই সাহায্য করে থাকে। নারকেল দুধ ব্যবহার করে সিল্কি এবং মসৃণ চুল পাওয়া যায়। একই সঙ্গে এটা চুলকানি, খুশকি, মাথার দুর্গন্ধ, ইত্যাদির সমস্যাও দূর করে থাকে।

চুলের যত্ন নিতে নারকেলের দুধ কীভাবে ব্যবহার করবেন দেখুন:

আপনি যদি ঘন, স্বাস্থ্যোজ্জ্বল চুল চান তাহলে সবার আগে আপনাকে আপনার মাথার ত্বকের যত্ন নিতে হবে। আর নারকেলের দুধ সেই যত্নে সাহায্য করে থাকে কারণ এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এটি আমাদের চুল এবং মাথার ত্বকের জন্য ভীষণই উপকারী। এছাড়া এতে আছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা আমাদের চুল এবং ত্বক দুইয়ের স্বাস্থ্যই ভালো রাখে।

অন্যদিকে অনেকেই খুশকির সমস্যায় ভুগে থাকেন। মাথার ত্বকে নানান সংক্রমণ হতে পারে। সেখান থেকে নারকেলের দুধ আমাদের বাঁচায়, কারণ এটিতে আছে অ্যান্টি সেপটিক উপাদান। এছাড়া অনেক সময় আমরা অনেকেই ডগা ফাটা, চুল পাতলা হয়ে যাওয়া ইত্যাদির সমস্যায় ভুগে থাকি। সেসব থেকেও নারকেলের দুধ আমাদের বাঁচায়।

নারকেলের দুধে রয়েছে ভিটামিন বি ১, বি ৩, বি৬, ভিটামিন সি, ই, ইত্যাদি। এছাড়াও আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম এর মতো উপাদান যা আমাদের চুল ভালো রাখে। এটা চুলের শিকড়কে শক্ত করে এবং চুল পড়া আটকায়।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর এবার কিঞ্জল নন্দকে বাম সমর্থকের আক্রমণ, 'আমোদ' পেয়ে কী লিখলেন কুণাল ঘোষ? 'রক্ত মাংসের লক্ষ্মীদের অবমাননা…' বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতার ‘আইস পিক দিয়ে বন্ধুর দাদাকে কুপিয়ে খুন করেছিল বাবা সিদ্দিকির অন্যতম হত্যাকারী’ আগামিকাল কেমন যাবে? ছুটির পরের সোমবারে সুখবর আসবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.