
Healthy Tips: বাঁদিকে পাশ ফিরে ঘুমোচ্ছেন? শরীরে কেমন প্রভাব পড়ছে জানেন কি
১ মিনিটে পড়ুন . Updated: 17 Dec 2021, 01:57 PM IST- বাঁদিকে পাশ ফিরে ঘুমোলে কি শরীরের কোনও উপকার হয়?
এক এক জনের এক এক ভাবে ঘুমোনোর অভ্যাস। কেউ পাশ ফিরে ঘুমোতে পছন্দ করেন, কেউ চিৎ হয়ে শুয়ে ঘুমোন, কেউ বা উপুর হয়ে। তবে কেউই প্রায় সারা রাত এক ভাবে ঘুমোন না। কারণ এক ভাবে শুয়ে থাকলে বিছানা সংলগ্ন অঙ্গগুলিতে রক্ত জমতে থাকে। তাতে অস্বস্তি হয়। তাই শরীর নিজে থেকেই অবস্থা বদলাতে চায়।
কিন্তু তার পরেও কেউ কেউ কোনও কোনও দিকে পাশ ফিরে বেশি সময় ঘুমোন। ছোটবেলায় অনেককেই শেখানো হয় বাঁদিকে পাশ ফিরে ঘুমোতে। কিন্তু এর ফলে কী কী হয়? দেখে নেওয়া যাক।