বাংলা নিউজ > টুকিটাকি > তরমুজের উপকারিতা তো শুনেছেন! এর খোসায় কী কী গুণ থাকে জানেন? হার্ট থাকবে সুস্থ, কমবে ওজন

তরমুজের উপকারিতা তো শুনেছেন! এর খোসায় কী কী গুণ থাকে জানেন? হার্ট থাকবে সুস্থ, কমবে ওজন

রক্তশূন্যতার ক্ষেত্রে তরমুজ যেমন উপকারী, তেমনই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও তা উপকারী। তরমুজের খোসায় থাকে রসালো ভাব, থাকে জলের পরিমাণ। যা শরীরকে ডিহাইড্রেড হতে দেয় না। এতে ক্যালোরির পরিমাণ কম থাকায়, তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।