ওয়েস্টল্যান্ড বুকস আর থাকছে না। অ্যামাজন ই-কমার্স সংস্থার করফে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হল। মঙ্গলবার সংস্থার তরফে বলা হয়েছে, ওয়েস্টল্যান্ড বুকস বন্ধ করে দেওয়া হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মী, লেখক, এজেন্ট এবং পরিবেশকদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এই কাজটি চলছে। অতি দ্রুতই বন্ধ করে দেওয়া হবে প্রকাশনা সংস্থাটি।
১৯৬২ সালে এই প্রকাশনা সংস্থাটি চালু হয়। তখন নাম ছিল ইস্ট ওয়েস্ট বুকস। পরে ২০১৭ সালে আমেরিকার ই-কমার্স কোম্পানির ভারতীয় শাখা এটি কিনে নেয়। এর পরে ভারতের বহু নামজাদা সাহিত্যিকের লেখা প্রকাশতি হয়েছে এই প্রকাশনা থেকে।
তালিকায় রয়েছেন আমিশ ত্রিপাঠী, চেতন ভগত, দেবদত্ত পট্টনায়ক, রুজুতা দিবাকর, হর্ষ ভোগলের মতো লেখকরা। Livemint.com-এর তরফে আমিশ ত্রিপাঠীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, খবরটি ঠিক। অ্যামাজনের তরফে তাঁকেও জানানো হয়েছে ওয়েস্টল্যান্ড বুকস আর থাকছে না। এর ফলে আমিশের লেখা ‘The Shiva Trilogy’-র ভবিষ্যৎ কী হবে, পুরনো সংস্করণগুলির কী হবে, এই সিরিজের পরবর্তী বইগুলি প্রকাশ করার পদ্ধতিই বা কী হবে— তা নিয়ে অ্যামাজনের সঙ্গে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।
অ্যামাজনের এই সিদ্ধান্তের ফলে বহু পাঠক এবং প্রকাশনা সংস্থাটির অনুরাগী নেটমাধ্যমে নিজেদের খারাপ লাগার কথা জানিয়েছেন। অনেকেই বলেছেন, এতে ভারতে বহু সাহিত্যিক এবং সাহিত্য অনুরাগীরই ক্ষতি হল।