বাংলা নিউজ > টুকিটাকি > Viral post: ভারতের ৫১ নদী নিয়ে অসামান্য গান! টুইটারে আপ্লুত মাহিন্দ্রা, বললেন ‘দেশের সম্পদ’

Viral post: ভারতের ৫১ নদী নিয়ে অসামান্য গান! টুইটারে আপ্লুত মাহিন্দ্রা, বললেন ‘দেশের সম্পদ’

ভারতের ৫১ নদী নিয়ে অসামান্য গান (Twitter)

Viral post: ভারতের ৫১ নদী নিয়ে অসামান্য গান বানানো হয়েছে। আইআইটির একটি মিউজিক ভিডিয়ো নিয়ে সে কথাই বললেন আনন্দ মাহিন্দ্রা। জানালেন নদীর গুরুত্বের কথা।

আনন্দ মাহিন্দ্রা একদিকে যেমন ডাকাবুকো শিল্পপতি, তেমনই ভীষণ সক্রিয় সমাজ মাধ্যমে। নিয়মিত তাঁর টুইটার পেজে নানারকম পোস্ট, ভিডিয়ো শেয়ার করেন তিনি। তাঁর দেওয়ালে যেমন হালকা পোস্ট থাকে, তেমনই থাকে শিক্ষামূলক পোস্টও। বেশ কিছু পোস্ট দেখলে রীতিমতো চমকে যেতে হয়‌। সম্প্রতি তেমনই একটি পোস্ট করে নেটিজেনদের চমকে দেন আনন্দ। নিজের ১০.৪ মিলিয়ন ফলোয়ারদের জন্য প্রায়ই কিছু না কিছু নতুন তথ্য পোস্ট করেন তিনি। যা দেখে রীতিমতো তাজ্জব বনে যান সবাই। সম্প্রতি একটি মিউজিক ভিডিয়ো পোস্ট করলেন আনন্দ। ভারতের ৫১ নদী নিয়ে তৈরি করা হয়েছে সেই মিউজিক ভিডিয়ো।

আরও পড়ুন: মধ্যমা বা মাঝের আঙুল দেখানো ‘ভগবান প্রদত্ত’ অধিকার! বিস্ফোরক রায় বিচারকের

আরও পড়ুন: পেটে পাথরের শিশু! তবু গর্ভপাত করালেন না মা, ৯ বছর ঘুরলেন সঙ্গে নিয়ে, কী হল তারপর

ভারতের উন্নয়নে নদীর ভূমিকা মনে করিয়ে দিতেই তৈরি এই বিশেষ মিউজিক ভিডিয়ো। নদী সংরক্ষণে আরও সচেতন হতে হবে মানুষকে। তাই ৫১ নদী নিয়ে তৈরি করা হয় এই গানের ভিডিয়ো। ‘রিভার অফ ইন্ডিয়া’ নামের সেই ভিডিয়োই শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা।

আরও পড়ুন: রাতে কী স্বপ্ন দেখেছেন মনে পড়ছে না তো? আর চিন্তা নেই! রোবটই এঁকে দেবে সেই ছবি

আরও পড়ুন: ‘হাক’ দিলেই তৈরি হবে বিদ্যুৎ! কেমন ভাবে? নয়া বিজ্ঞানের নয়া আবিষ্কার দেখে নিন

ভিডিয়োটি আদতে ২০২১ সালের একটি গানের ভিডিয়ো। আইআইটি মাদ্রাজের শেয়ার করা ওই ভিডিয়োতে বোম্বে জয়শ্রী, কৌশিকী চক্রবর্তী, রিশীথ দেশিকান ও অমৃত রামনাথ ছিলেন। সারা ভারতের ৫১ নদীর সৌন্দর্য ও তা নিয়ে গান ফুটে উঠেছিল ওই ভিডিয়োতে‌। মিউজিক ভিডিয়োটির প্রযোজনায় ছিল ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওয়াটার। এছাড়াও নির্মাণের দায়িত্বে ছিলেন আইআইটিরই উজ্জ্বল ছাত্র কন্নিকস কন্নিকেশরন। মূল আইআইটির পোস্টের ক্যাপশনে লেখা ছিল ভারতের নদীগুলির মাহাত্ম্যের কথা। ভারতীয় সভ্যতা গড়ে তোলার পিছনে সেগুলির অসীম অবদান। সেই কথাই মনে করিয়ে দেয় পোস্টের ক্যাপশন।

আনন্দ মাহিন্দ্রা ওই পোস্টটি শেয়ার করে লেখেন, ভারতের ৫১ নদী নিয়ে একটি দুর্দান্ত গান বানানো হয়েছে। আমাদের ঐত্যিহ্যবাহী ও সমৃদ্ধ উৎসের কথা মনে করিয়ে দিতেই এই গানটি তৈরি করা। বোম্বে জয়শ্রী ও অন্যান্য শিল্পীদের কথাও বলেন তিনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন