পুজো আসতে এখনও ১৫ দিনের বেশি দেরি কিন্তু এখন থেকেই যেন চারিদিকে পুজো পুজো রব। কেনাকাটা চলছে শেষ মুহূর্তের। সারাটা বছর এই ৪ দিনের আনন্দের জন্য অপেক্ষা করে থাকেন সকলে তাই কোনও মূল্যেই এই আনন্দ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান না কেউই। আপনার এই আনন্দকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য এখনই প্রিয় জনকে পাঠান শারদীয়ার শুভেচ্ছা বার্তা।
১) কিছুদিন পরেই মহালয়া, তারপরেই শুরু হবে দুর্গাপুজো। এই আনন্দ উৎসবের প্রাক্কালে তোমাকে জানাই শুভ শারদীয়া।
২) শিউলি ফুলের গন্ধে চারিদিকে ছড়িয়ে পড়েছে মা দুর্গার আগমনী বার্তা, তোমাকে এবং তোমার গোটা পরিবারকে জানাই শুভ শারদীয়া।
৩) জমিয়ে আড্ডা, পেটপুরে খাওয়া-দাওয়া সবই চলবে পুজোর কটা দিন। পুজোর দিনগুলিতে সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি এবং তোমাকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা।
(আরও পড়ুন: রবিবার বিকেল আরও একটু মজাদার করে তুলুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৪) অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। এক বছর পর মা উমা ফিরতে চলেছে নিজের বাড়িতে। তোমাকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা।
৫) জাতি ধর্ম নির্বিশেষে পুজোর চার দিন সকলে মেতে উঠুক আনন্দে, সমস্ত গ্লানি মুছে যাক। তোমাকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা।
৬) কলকাতার অলিতে গলিতে হোক বা গ্রামের মেঠো পথে, সব দিকে এখন দুর্গা পুজোর প্রস্তুতি তুঙ্গে। তোমাকে এবং তোমার গোটা পরিবারকে জানাই শুভ শারদীয়া।
৭) মহালয়া থেকেই শুরু হয়ে যাবে পুজোর আনন্দ, পুজোর দিনগুলিতে আনন্দে কাটুক তোমার সময়, তোমাকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা।
৮) ঢাকের কাঠি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পুজোর আনন্দ, খুব আনন্দ করো এই দিনগুলিতে। তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
(আরও পড়ুন: জিন থেরাপি সকলের সাধ্যের মধ্যে থাকা উচিত, ভবিষ্য ভারত নিয়ে পরামর্শ প্রধান বিচারপতির)
৯) প্রতিবাদে মুখর হয়েও বুকে জ্বলতে থাক ভালবাসার আগুন, সকলকে নিয়ে ভালো থাকো এই কামনাই করি। তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
১০) মা দুর্গা তোমার জীবনের সমস্ত কষ্ট দূর করে দিন, এই কামনার সঙ্গে তোমাকে জানাই শুভ শারদীয়া।