বাংলা নিউজ > টুকিটাকি > বদহজম থেকে বাঁচতে অ্যান্টাসিড খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ
পরবর্তী খবর

বদহজম থেকে বাঁচতে অ্যান্টাসিড খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ

অতিরিক্ত অ্যান্টাসিড খেলে নষ্ট হতে পারে পরিপাক তন্ত্র।

Antacids Side Effects: বাইরে অতিরিক্ত খাবার হোক বা বিয়েবাড়ির ভোজ। একটু অনিয়ন্ত্রিত হলেই গ্যাস, অম্বল, বদহজমের মতো সমস্যা তৈরি করে। এইসব সমস্যা থেকে বাঁচতে আমরা প্রায়শই অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড মাঝে মাঝে খাওয়া ভালো, সবসময় খেলে শরীরে অনেক গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

কোথাও যাওয়ার আগে, বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে গ্যাস অম্বল হতে পারে ভেবে অনেকেই অ্যান্টাসিড খান। অনেকেই ভাবেন এই ওষুধ খুবই নিরাপদ। আসলে তা কিন্তু নয়। গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত অ্যান্টাসিড খেলে কিডনির ক্ষতি হতে পারে। পাশাপাশি হতে পারে হাই-ব্লাড প্রেসার, উচ্চ রক্তচাপ, এমনকী ক্যানসারও হতে পারে।

শরীর ভালো থাকে হজম ঠিকঠাক হচ্ছে কিনা তার ওপর। হজম ঠিক না হলে বমি বমি ভাব, মাথা, কাঁধে ব্যথা, এমনকী প্রস্রাবের সমস্যাও হয়। আর তখনই অনেকে খেয়ে ফেলেন অ্যান্টাসিড। তার ফল হয় ভয়ঙ্কর।

অ্যান্টাসিডের মধ্যে এমন যৌগ থাকে, যা কিডনির জন্য ক্ষতিকারক। এমনকী কিডনি ফেলও হতে পারে। এর মধ্যে থাকা প্রোটন পাম্প, ইনহিবিটর যৌগ গ্যাস্ট্রিক আলসারের অন্যতম কারণ। অ্যান্টাসিড অতিরিক্ত খেলে ক্ষয়ে যেতে পারে হাড় এবং অস্টিওপোরোসিসের মতো সমস্যার ঝুঁকিও হতে পারে। শুধু কিডনির সমস্যা নয়, অ্যাসপিরিন যুক্ত অ্যান্টাসিড ব্যবহারে হার্ট সংক্রান্ত সমস্যা, ডাইরিয়া এমনকী হিমোগ্লোবিনের মাত্রাও কমে যেতে পারে।

যে হজমের জন্য অ্যান্টাসিড খাচ্ছেন, সেই অ্যান্টাসিড অতিরিক্ত খেলে হজমে বাধা সৃষ্টি করে। চিকিৎসকেরা এই বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক

ভোপালের জেনারেল ফিজিশিয়ান ডাঃ রাজেশ শর্মা বলেছেন, 'মানুষের মধ্যে অ্যান্টাসিডের ব্যবহার খুবই সাধারণ বিষয়। অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘসময় ধরে এই ওষুধ খান। কিন্তু তা একদমই উচিত নয়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে বাড়তি নজর দিতে হবে'।

কার্ডিয়াক, ভাস্কুলার এবং থোরাসিক সার্জন ডাঃ শ্রীরাম বলেন, 'ভারতে প্রায় ৭% থেকে ৩০% মানুষ গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নামে রোগে ভোগেন। এইসব রোগীরা অ্যান্টাসিড নেন। ফলে তাদের কিডনি খারাপ হওয়ার ঝুঁকি থাকে'।

অ্যান্টাসিড খাওয়া যেতেই পারে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনও ধরনের অ্যান্টাসিড এক মাসের বেশি খাওয়া উচিত নয়।

অ্যান্টাসিড খেলে সকালে খালি পেটে খেতে হবে বা খাবারের ১-২ ঘণ্টা আগে খেতে হবে।

যাদের হজমের সমস্যা রয়েছে, ঘনঘন বদহজম হয় তারা অ্যান্টাসিড না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন।

এ্যালোপ্যাথি ওষুধের সঙ্গে অ্যান্টাসিড দেওয়া হয়। তার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর খেলে কিডনির সমস্যা হতে পারে।

Latest News

ডাক্তারদের আন্দোলনের মাঝেই ফের মৃত্যু আরজি করে, এবার প্রাণ গেল ২৪-এর যুবকের মহিলা কর্মীদের শৌচালয়ে গোপন ক্যামেরা বসিয়েছিলেন চিকিৎসক! লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’ সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.