বাংলা নিউজ > টুকিটাকি > App bike twitter post: ফোন নম্বর পেয়ে মাঝরাতে হোয়াটসঅ্যাপে হেনস্থা! বাইকচালকের বিরুদ্ধে অভিযোগ মহিলার

App bike twitter post: ফোন নম্বর পেয়ে মাঝরাতে হোয়াটসঅ্যাপে হেনস্থা! বাইকচালকের বিরুদ্ধে অভিযোগ মহিলার

বাইকচালকের বিরুদ্ধে অভিযোগ মহিলার (প্রতীকী ছবি)

App bike twitter post: ফোন নম্বর পেয়েই মাঝ রাতে হোয়াটসঅ্যাপে হেনস্থা করলেন এক বাইকচালক। সেই মেসেজের ছবি টুইট করলেন মহিলা। তা দেখেই অ্যাপ সংস্থা কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল।

প্রথম ফোন নম্বর হাতে এল। তারপর সেই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ। মাঝ রাতে এক মহিলাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এভাবেই হেনস্থা করল এক বাইকচালক। সম্প্রতি এক অ্যাপ বাইকচালকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। কী কী মেসেজ পাঠিয়েছিল বাইকচালকটি‌? সেই ছবিও প্রকাশ করেন ওই মহিলা। টুইটারে সেই ছবি দিয়ে একটি কড়া পোস্ট লিখতেই বাইকচালকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিল সংস্থা।

আরও পড়ুন: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ২ লাখ মানুষ! কীসের আতঙ্ক বাড়ছে থাইল্যান্ডে

আরও পড়ুন: আইন ভেঙে ফ্যাসাদে ঋষি সুনক! পোষ্যকে নিয়ে কী করেছেন প্রাইম মিনিস্টার

সংবাদ মাধ্যমের প্রতিবেদন মাফিক, সম্প্রতি একটি অ্যাপ বাইক সংস্থার বাইকে চেপেছিলেন অভিযোগকারিণী মহিলা। চড়ার আগে মহিলা কোন জায়গায় রয়েছেন, তা জানতে চায় বাইকচালক। সেই মতো নিজের লোকেশন ওই বাইকচালককে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন তিনি। তাতেই বিপত্তি দেখা দেয়। রাতে বাড়ি ফেরার পর মহিলা দেখেন তাঁর হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ। ওই বাইকচালকের নম্বর থেকেই তা পাঠানো হয়েছে। বাইকচালক তাঁকে হোয়াটসঅ্যাপে লেখে, ‘কী করছ? শুয়ে পড়েছ? আমি তোমার ভাই-টাই হতে রাজি নই।’

আরও পড়ুন: আরশোলা আর অ্যালকোহল খাবে রোগী! হোমিওপ্যাথিকে তুলোধোনা লিভার বিশেষজ্ঞের

আরও পড়ুন: কুমিরের কবল থেকে বাঁচাল পুলিশ, ঘুরে তাকিয়ে কী বোঝাতে চাইল ক্যাঙারু? viral video

এর পরই মহিলা সেই মেসেজগুলির স্ক্রিনশট নিয়ে টুইটারে পোস্ট করেন। সেখানে অ্যাপ বাইক সংস্থার ওই চালকের বিরুদ্ধে সরব হন তিনি। টুইটারে তিনি লেখেন, ‘হোয়াটস্যাপে আমি ওই চালককে নিজের লোকেশন পাঠিয়েছিলাম। আর এই কিনা তার উত্তর! এর পরেই একটি অশালীন শব্দ প্রয়োগ করে তীব্র ক্ষোভ উগড়ে দেন ওই মহিলা। এমনকী মহিলাদের সুরক্ষা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।

প্রকাশ্যে এমন টুইট হতেই ক্ষমা চায় এই বাইক সংস্থা। পাল্টা টুইট করে লেখে, ‘ওই বাইকচালকের এমন ব্যবহার জেনে আমরা আপনার কাছে ক্ষমাপ্রার্থী। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। দয়া করে আপনার মোবাইল নম্বর আর বাইকটির বুকিংয়ের তথ্য আমাদের পাঠান।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন