বাংলা নিউজ > টুকিটাকি > Hair mask: একটি ডিমেই হয়ে যাবে কামাল, চুল ঘন আর সিল্কি করার জন্য মাখুন এই হেয়ার মাস্ক
পরবর্তী খবর

Hair mask: একটি ডিমেই হয়ে যাবে কামাল, চুল ঘন আর সিল্কি করার জন্য মাখুন এই হেয়ার মাস্ক

ডিম দিয়ে বানানো হেয়ার মাস্ক (pixabay)

Hair mask: চুলের আদ্রতা নেই? খসখসে হয়ে গেছে? দামি শ্যাম্পু কন্ডিশনার মেখেও লাভ হচ্ছে না? তাহলে মেখে দেখুন ডিম দিয়ে বানানো এই হেয়ার মাস্ক। ফল পাবেন হাতে নাতে। 

পার্লারে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার পরেও কী চুলে জেল্লা আসছে না? দামি দামি শ্যাম্পু, কন্ডিশনার সবকিছুই ফেল হয়ে গেছে? তাহলে এবার ভরসা করুন ঘরোয়া টোটকার ওপর। ফ্রিজে রাখা ডিমকে কাজে লাগিয়েই আপনি পেয়ে যান সিল্কি এবং ঘন চুল।

২০১৭ সালে জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজি -তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ডিমের কুসুম দিয়ে তৈরি হেয়ার মাস্ক চুলকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। ডিমের মধ্যে থাকা ভিটামিন, প্রোটিন এবং খনিজ উপাদান চুলের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। ডিমে থাকা প্রোটিন চুলের বৃদ্ধি করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে। ডিমের মধ্যে থাকা ভিটামিন-এ চুলের স্বাস্থ্যের পাশাপাশি মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতিও ঘটায়। ডিমের কুসুমের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড চুলকে মশ্চারাইজড এবং চকচকে করে রাখে।

(আরও পড়ুন: নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছে ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য)

ডিমের মাস্ক তৈরি: 

 

একটি বাটিতে একটি বা দুটি ডিম ভেঙে রাখুন। আপনার চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে আপনি কটা ডিম নেবেন। এরপর এক টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল যোগ করুন তাতে। অলিভ অয়েল বা নারকেল তেল চুলের পুষ্টি যোগায়। এবার দিয়ে দিন এক টেবিল চামচ মধু। মধু চুলকে অতিরিক্ত আদ্রতা দেয় এবং মাথার ত্বককে সুস্থ রাখে।

ডিমের মাস্ক ব্যবহার: 

 

চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত মাস্ক লাগান একটি ব্রাশের সাহায্যে। ব্রাশ না থাকলে আঙুলের ডগা দিয়েও লাগাতে পারেন। মাস্ক লাগানো হয়ে গেলে মাথায় আলতো হাতে ম্যাসাজ করুন। এতে আপনার মাথার ত্বকে রক্ত চলাচল উন্নত হবে। মাস্ক শুকিয়ে গেলে মাথায় শাওয়ার ক্যাপ লাগিয়ে রাখুন এবং ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।

(আরও পড়ুন: নাক দিয়ে গলায় ঢুকে বুকে আটকালো আরশোলা, ঘুম ভাঙতেই বিপাকে চিনা ব্যক্তি)

আধঘন্টা পর শাওয়ার ক্যাপ খুলে ভালো করে মাথা ধুয়ে দিন প্রথমে। মনে রাখবেন গরম জল একেবারেই ব্যবহার করবেন না। মাথা ভালো করে ধুয়ে নেওয়ার পর হালকা শ্যাম্পু ব্যবহার করুন এবং একেবারে শেষে ব্যবহার করুন কন্ডিশনার। এইভাবে ডিমের মাস্ক ব্যবহার করে চুলকে মসৃণ করে তুলুন সহজে।

প্রসঙ্গত, ভালো ফল পেতে হলে আপনি ডিমের সঙ্গে গ্রিন টি, দই, কলা, অ্যাভোকাডো মিশিয়ে মাথায় হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন। প্রতিক্ষেত্রেই আপনার চুল আগের থেকে হয়ে উঠবে নরম এবং ফুরফুরে।

Latest News

ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শান্ত, টাইগার বধের পর মিমের ছড়াছড়ি ….চাইব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসো; বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে মজা গাভাসকরের চিকিৎসকদের ঘাড় ধরে ঘরে তালাবন্দি রাখার হুঁশিয়ারি, বিতর্কে বিজেপি বিধায়ক যার আশ্রমে পদপিষ্ট হয়ে মারা গেলেন শতাধিক, সেই ভোলে বাবার নাম নেই চার্জশিটে ‘এত সাহস হয় কী করে! আমি এখনও আছি…’ অবসরের আগে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির? অগ্নিবীর নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, হরিয়ানায় ভোটের আগে রাহুলকে বিঁধলেন রাজনাথ উইন্ডিজে ‘চুরি’ হয়েছে তাঁর পুরস্কার! মুরলিকে টপকে কি এবারেই রেকর্ড গড়তেন অশ্বিন স্কুলে সাপের কামড়ে ছাত্রের মৃত্যুতে গ্রেফতার প্রধান শিক্ষক! রান্নাঘরে ঝগড়া, ছুরি দিয়ে স্ত্রী'র কান কেটে দেওয়ার অভিযোগ, মাথা ফাটল স্বামীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.