পরিবারে কারও এর আগে কোলন ক্যানসার হয়েছে? তাহলে আপনি নিজে সাবধান হবেন কীভাবে
1 মিনিটে পড়ুন . Updated: 15 Jun 2022, 11:27 AM IST- কোলন ক্যানসারের পরিমাণ বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোন কোন লক্ষণ দেখলে সাবধান হবেন? কোন কোন অভ্যাস বদলাবেন?
ক্যানসার বিশেষজ্ঞরা বলছেন, কোনও পরিবারে যদি কারও ক্যানসার থেকে থাকে তবে সেই পরিবারের অন্যান্য সদস্যদেরও ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। কিন্তু ধূমপান, মদ্যপান, ও বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবারও কোলন ক্যানসারের আশঙ্কাকে অনেকটাই বাড়িয়ে দেয়।
কোলন ক্যানসারের আতঙ্ক থেকে মুক্ত হতে হলে আমাদের জানতে হবে, কোলন ক্যানসার কী ও ঠিক কোন কোন কারণে এই ক্যানসার শরীরে বাসা বাঁধতে পারে।
কোলন বা রেকটামে ক্যানসারের কোষ সৃষ্টি হতে শুরু করলে সেই অবস্থাকে কোলন ক্যানসার বলা হয়। প্রথম অবস্থায় এই কোষগুলি একটি ছোট সমষ্টি বদ্ধ অবস্থায় একটি পলিপ তৈরি করে। পরবর্তী কালে এই কোষগুলির ডিএনএ তে হঠাৎ কোনও বড় রকমের পরিবর্তন এলে, সেই অবস্থা থেকে শরীরে ক্যানসার রোগের আক্রমন হতে পারে।
ঠিক কী কী কারণে কোলন ক্যানসার হয়?