অ্যারেঞ্জ ম্যারেজই করতে চান অনেকে। কিন্তু উপযুক্ত পাত্র বা পাত্রী কীভাবে বেছে নেবেন নিজের জীবনের জন্য? পাঁচ টিপস মাথায় রাখুন সবসময়।
1/6অ্যারেঞ্জ ম্যারেজই করতে চান অনেকে। কিন্তু উপযুক্ত পাত্র বা পাত্রী কীভাবে বেছে নেবেন নিজের জীবনের জন্য? পাঁচ টিপস মাথায় রাখুন সবসময়। (Freepik)
2/6নিজের চাওয়াপাওয়াকে জানুন: নিজের চাওয়াপাওয়ার দিকে নজর দিন। আপনি কী চান, কেমন সঙ্গী বা সঙ্গিনী চান জীবনে, সেদিকটা ভালো করে ভেবে নিলেই পাবেন মনের মতো সঙ্গী। একবার সেদিকটা ঠিক করে নিলে পাত্রপাত্রী খোঁজা চাপ হবে না। (Freepik)
3/6যোগাযোগ: বাড়ি থেকে পাত্রপাত্রী দেখে দিয়েছে? এবার তাহলে তার সঙ্গে কথা বলে দেখতে হবে। এই কথা বলার সময় খেয়াল রাখুন কতটা যোগাযোগ তৈরি হচ্ছে দুজনের মধ্যে। যোগাযোগ যত ভালো হবে, ততই সম্পর্ক জোরালো হবে। (Freepik)
4/6চরিত্রের দিকে নজর দিন: তার সামনাসামনি লুকের উপর বেশি নজর দেবেন না। বরং নজর দিন তাঁর চরিত্র কেমন সেদিকে। এতে যে আপনার উপযুক্ত কিনা তা সহজেই স্পষ্ট হবে। চরিত্রের বিষয়গুলি আপনাকে আকর্ষণ করলে তবেই এগোন। (Freepik)
5/6ভালো লাগা, খারাপ লাগা: দুজনের ভালো লাগা ও খারাপ লাগাগুলির দিকে নজর দিন। এতে দুজনেরই বিষয়ে দুজনে আরও ভালো করে জানতে পারবেন। কতটা মিল হচ্ছে মনের, সে দিকটাও দেখা জরুরি। (Freepik)
6/6জীবনের লক্ষ্য: দুজনেরই জীবনের লক্ষ্য রয়েছে কিছু না কিছু। সেই লক্ষ্যগুলি নিয়েও আলোচনা করে নিন ভালো করে। দুজন দুজনকে কতটা সাহায্য করবেন এই বিষয়ে, তা নিয়েও খোলামেলা আলোচনা করুন। তাছাড়া, সঙ্গীর কথাবার্তা বা মানসিকতা থেকেও যাচাই করে নিন সে পাশে থাকবে কিনা। (Freepik)