বাংলা নিউজ > টুকিটাকি > Australia's poisonous tree: একই অঙ্গের কত রূপ! বিষাক্ত গাছের ভিতরেই নাকি ব্যথার ওষুধ! নয়া খোঁজে চাঞ্চল্য

Australia's poisonous tree: একই অঙ্গের কত রূপ! বিষাক্ত গাছের ভিতরেই নাকি ব্যথার ওষুধ! নয়া খোঁজে চাঞ্চল্য

বিষাক্ত গাছের ভিতরেই নাকি ব্যথার ওষুধ! (Wikipedia)

এই গাছের পাতা দেখতে হার্ট শেপের মতো। কিন্তু মোটেই কোনও প্রেম নিবেদন করছে না সেটি। বরং এটি ছুঁলে ভয়ঙ্কর যন্ত্রণায় রীতিমতো পাগল হয়ে যেতে পারেন।

এই গাছের পাতা দেখতে হার্ট শেপের মতো। কিন্তু মোটেই কোনও প্রেম নিবেদন করছে না সেটি। বরং এটি ছুঁলে ভয়ঙ্কর যন্ত্রণায় রীতিমতো পাগল হয়ে যেতে পারেন। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার রেইন ফরেস্টে জিম্পি জিম্পি নামের এই উদ্ভিদ দেখা যায়। এই গাছের থেকেই নয়া ব্যথা কমানোর ওষুধ মিলতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। গবেষণার এমন ফলাফলে রীতিমতো চমকে গিয়েছেন গবেষকরাও। কারণ একই অঙ্গের দুই রূপ! সম্প্রতি কুইনসল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের গবেষকরাই এমন ওষুধের সন্ধান দিয়েছেন! তাঁদের কথায়, এই গাছের মধ্যে একটি বিশেষ উপাদান রয়েছে যা ব্যাথার জন্য আধুনিক ওষুধ তৈরিতে সেরা কাজ দিতে পারে। শুধু তাই নয়, এই ওষুধে ব্যথা কমবেও দ্রুত, এমনটাই জানান বিজ্ঞানীরা।

আরও পড়ুন: অর্থ উপার্জন বাড়বে হুহু করে, হবে লক্ষীলাভ! কোন কোন স্বপ্ন দেখলে এমনটা হয় জানেন

আরও পড়ুন: প্রতি মাসেই টাকা খরচ হয়ে যাচ্ছে দেদার, ৫ ব্যাপারে রাশ টানলেই বাঁচবে গাঁটের কড়ি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া অঞ্চলে এই গাছ নিয়ে একটি রূপকথাও প্রচলিত রয়েছে। বলা হয়, বনের মধ্যে দিয়ে চলতে চলতে এক পথিক একবার এক জায়গায় বিশ্রামের জন্য বসেন। সেই সময় তাঁর প্রাতঃকৃত্য সারতে ব্যবহার করেছিলেন। সেই পাতার স্পর্শে তার গোপনাঙ্গে তীব্র অসহ্য জ্বালা শুরু হয়। ব্যথা এতটাই তীব্র হয়ে ওঠে যে, রীতিমতো ছটফট করতে করতে নিজের উপরেই গুলি চালিয়ে দেন তিনি!

গল্পটি সত্যি হোক না হোক, জিম্পি জিম্পি গাছটির বিষের তীব্রতা বোঝাতে এই রূপকথা বহুল প্রচলিত। সেই গাছের থেকেই ব্যথা সেরে যাওয়ার ওষুধ তৈরি হবে বলে জানান বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের কথায়, শরীরে ব্যথার অনুভূতি তৈরি করতে একটি সোডিয়াম চ্যানেলকে ব্যবহার করে এই গাছ। সেই চ্যানেল ব্যবহার করতে না দিলেই ব্যথা সারানোর ওষুধে পাল্টে যাবে এই বিষ। এমনটাই ধারণা কুইনসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের। এবার অপেক্ষা শুধু ওষুধের, যাতে বিষ থাকলেই বিশেষ উপায়, তা পেন রিলিফ হয়ে ওঠে!

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন