বাংলা নিউজ > টুকিটাকি > শীতের শুরুতেই সর্দি কাশি ঠান্ডা? আয়ুর্বেদিক উপায়ে মিলতে পারে সুরাহা।

শীতের শুরুতেই সর্দি কাশি ঠান্ডা? আয়ুর্বেদিক উপায়ে মিলতে পারে সুরাহা।

আয়ুর্বেদিক টোটকাও সারিয়ে তুলতে পারে মাথা যন্ত্রণা, গলা ব্যথা, কাশি (Pixabay)

শীতের শুরু মানেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসে ঠান্ডা ও সর্দি। ঘরোয়া উপকরণে তৈরি কিছু আয়ুর্বেদিক টোটকাই এর জন্য যথেষ্ট। সমাধান বাতলে দিচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ।

শীতকালের শুরু মানেই সর্দি কাশির আবহাওয়া। ঋতু পরিবর্তনের এই সময় ডাক্তাররা তাই সাবধানে থাকতে বলেন। একটু অসাবধান হলেই ঠান্ডা লেগে দুর্বল হতে পারে শরীর। এছাড়া মাথা যন্ত্রণা, গলা ব্যথা, কাশি ও বুকে কফ জমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাচ্ছে দূষণের মাত্রা। এছাড়াও গোঁদের উপর বিষফোঁড়া হয়েছে ওমিক্রনের নতুন নতুন ভ্যারিয়ান্ট। এই অবস্থায় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মোটেই কাজের কথা নয়।

ঋতু পরিবর্তনের সময় শরীর খারাপ হলে ডাক্তার দেখানো বাঞ্ছনীয়। তবে ওষুধের পাশাপাশি কিছু আয়ুর্বেদিক টোটকাও সারিয়ে তুলতে পারে এই অসুখ।

আয়ুর্বেদিক টোটকার উপাদান হিসেবে আমাদের অতিপরিচিত কিছু ভেষজ ব্যবহার করা হয়ে থাকে। প্রথমেই বলা যায় আদার কথা। আদা শরীরের ভিতরে প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও হলুদ, গোলমরিচ, তুলসী, পুদিনা পাতা, আজওয়ান, মেথি ইত্যাদি আয়ুর্বেদিক টোটকার মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এগুলো সব গৃহস্থ বাড়িতেই উপলব্ধ থাকে।

আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ দীক্ষা ভাবসার সম্প্রতি তাঁর এক ইন্সটাগ্ৰাম পোষ্টে জানিয়েছেন তেমন কয়েকটি টোটকার কথা।

১. শুকনো আদার গুঁড়োকে শুথি বলা হয়। শুথিসিদ্ধ জল তৈরি করতে প্রথমে এক লিটার জল নিয়ে তাতে শুকনো আদার গুঁড়ো মেশাতে হবে। শুকনো আদার গুঁড়ো না থাকলে টাটকা আদার ছোট টুকরোও দেওয়া যেতে পারে। এরপর মাঝারি আঁচে দশমিনিট ফোটাতে হবে। ফোটানোর পর ঠান্ডা করে নিয়ে একটি স্টিলের বোতলে সংগ্রহ করে রাখতে হবে। নির্দিষ্ট সময় অন্তর এই জল অল্প অল্প করে খাওয়া যায়।

২. ভেষজ মিশ্রণ তৈরি করতে প্রথমে অর্ধেক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে অর্ধেক চা চামচ আদা গুঁড়ো মেশাতে হবে। এরপর মিশ্রণে একটা ক্রাশ করা গোলমরিচ ও এক চা চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ সারাদিনে দুই থেকে তিনবার খাওয়ার আগে ও পরে খেতে হবে।

৩. আয়ুর্বেদিক উপায়ে তৈরি ভেপার নেওয়ার মিশ্রণ এই সময় যথেষ্ট কার্যকরী। দুই গ্লাস জলে একমুঠো তুলসীপাতা, পাঁচ-ছটা পুদিনা পাতা ও এক চা চামচ আজওয়ান মেশাতে হবে। এরপর এতে অর্ধেক চা চামচ মেথি ও অর্ধেক চা চামচ হলুদ দিয়ে সাত থেকে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে। এই মিশ্রণের ভাপ দিনে দুবার করে নিলে কফ অনেকটাই পরিস্কার হয়ে যাবে।

৪. গার্গলের মিশ্রণ তৈরি করতেও রয়েছে আয়ুর্বেদিক সমাধান। এক গ্লাস জলে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে তিন থেকে পাঁচ মিনিট ফোটাতে হবে। এই মিশ্রণ দিয়ে দিনে দুই থেকে তিনবার গার্গল করে গলা ব্যথা ও সর্দি অনেকটাই কমে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে হলুদ অর্ধেক চা চামচ দিতে হবে।

 

 

টুকিটাকি খবর

Latest News

রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার ভাইরাল কাণ্ড Mango Benefits: আম স্বাদ ও স্বাস্থ্যের ভাণ্ডার, আম খেলে কী কী উপকার পাবেন দেখুন হেলথ ফুড ক্যাটাগরি থেকে বাদ পড়ল হরলিক্স! ছোটদের জন্য আর স্বাস্থ্যকর নয় এটি? দশম শ্রেণিতে ৯৩.৫% নম্বর দেখে অজ্ঞান শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি সন্দেশখালির ছায়া আমতায়, রাতে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ TMCর বিরুদ্ধে জন্মদিনে মেয়ের সামনেই শোভনের গালে আলতো চুমু, পা ছুঁয়ে প্রণামও করলেন বৈশাখী ‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের টসে জিতল Pakistan , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.