নিরাপদ যৌনমিলনের সময় কন্ডোম ব্যবহার করতে বলেন বিশেষজ্ঞরা। এতে অনিচ্ছাকৃত গর্ভধারণের আশঙ্কা এড়ানো যায়। কন্ডোম নিয়ে অনেকে নানারকম পরীক্ষানিরীক্ষাও করতে ভালোবাসেন। মিলন আরও মজাদার করতে এর একাধিক ফ্লেভারও বার করা হয়েছে। দেশে বিদেশে অনেকে যৌন চাহিদা মেটাতে বিভিন্ন জিনিসও ব্যবহার করেন। তার মধ্যে খুব পরিচিত একটি ফল হল কলা। তবে যৌন চাহিদা মেটাতে গিয়ে যদি বিপদে পড়তে হয়, তখন কেমন হয়?
সম্প্রতি একটি যুবকের তেমনটাই হল। মানসিক অবসাদে ভুগছিলেন ৩৪ বছরের যুবক। তাই কন্ডোমে পোরা একটি আস্ত কলা গিলে ফেলেন। ঠিকই পড়ছেন! লোয়ার এক যুবকের এমন কান্ডের ফলে পেটের বারোটা বেজে যায়। অত বড় কলা আস্ত গিলে ফেলায় প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। দেখা যায়, পেট ব্যথার সঙ্গে বমি ও মাথা ব্যথার সমস্যাও দেখা দিয়েছে। অত বড় কলা খেয়ে ফেলার পর আর কোনও খাবার বা পানীয়ও তিনি আর খেতে পারেননি। সংবাদ মাধ্যম জ্যাম প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে যুবকটির কোনও বাওয়েল মুভমেন্ট হয়নি। এর ফলে ভয়ানক অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।
প্রথমে চিকিৎসকরাও বুঝতে পারেননি ঠিক কী কারণে এমন অসুস্থ যুবকটি। সমস্যা খতিয়ে দেখতে সিটি স্ক্যান করা হয়। দেখা যায়, ক্ষুদ্রান্ত্রের কাছে একটি আস্ত কলা আটকে রয়েছে। ক্ষুদ্রান্ত্রে খাবার হজম হয়। তার ঠিক মুখেই আটকে রয়েছে অত বড় একটি জিনিস। এর ফলে খাবার হজমের সম্পূর্ণ প্রক্রিয়াই স্তব্ধ হয়ে গিয়েছে।
এরপরেই তৎপর হয়ে ওঠেন চিকিৎসকরা। দ্রত অস্ত্রপচার করে বার করা হয় কলাটি। দেখা যায়, সেটি একটি কন্ডোমের মধ্যে রয়েছে! এরপরেই রোগীকে অবশ্য ছেড়ে দেওয়া হয়নি। তিনদিন পর্যবেক্ষণে রাখার পর তাঁকে বাড়ি যেতে দেওয়া হয়। তিনি ঠিকমতো খেতে ও মলত্যাগ করতে পারছেন তা নিশ্চিত করার পরেই তাকে ছাড়া হয়। প্রসঙ্গত চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। ফলে সারা বিশ্বই তোলপাড় করেছে এই কন্ডোম কলা গিলে ফেলার ঘটনা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup