১।
অনিমেষবাবুর সংস্থায় প্রিয়াঙ্কা রিসেপশনিস্ট পদে কাজ করে।
প্রিয়াঙ্কা: আমাকে ২০০০ টাকা মাইনে বাড়িয়ে দিন প্লিজ।
অনিমেষ: কেন? তুমি আর নিখিল তো একই টাকা পাও। তোমাকে বেশি দেব কেন?
প্রিয়াঙ্কা: আমি আসার পর তো আপনার কাস্টমার চারগুণ বেড়ে গিয়েছে। সেই লাভের ভাগ আপনি একা নেবেন কেন!
আরও পড়ুন - Bangla Jokes Collection: উইকেন্ডের মজা দ্বিগুণ বেড়ে যাবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস
২।
রিষভ একদিন মদ খেয়ে বাড়ি ঢুকল গভীর রাতে। বাবা যাতে বুঝতে না পারে, ঢুকেই ল্যাপটপ নিয়ে বসে পড়ল।
এদিকে রুমে আলো জ্বলতে দেখে পরিমলবাবু ঢুকলেন।
পরিমলবাবু: কী রে, তুই আবার মদ খেয়ে বাড়ি ঢুকেছিস?
রিষভ: কই না তো, একটুও খাইনি
পরিমলবাবু: তাহলে সুটকেসের উপর কী খটখট করছিস
আরও পড়ুন - Bangla Jokes Collection: উইকেন্ড তো এসেই গেল, এবার তো মজা করতেই হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস
৩।
ছোট্ট মিষ্টির বয়স মোটে ৩ বছর। সে বসে আঁকিবুঁকি করছিল। এমন সময় মিষ্টির মা এসে বললেন-
মা: মিষ্টি মা আমার, কী করছ?
মলি: বিতানকে চিঠি লিখছি মা।
মা: কিন্তু তুমি তো এখনো লিখতে জানো না।
মলি: বিতানও এখনো পড়তে জানে না মা।
আরও পড়ুন - Bangla Jokes Collection: ভোরবেলা থেকে জেগে? তাহলে এবার একটু দিলখুলে হাসুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস
৪।
রাস্তায় বিকাশ আর অমলের দেখা। বিকাশ খুঁড়িয়ে হাঁটছে—
অমল: তোর পা ভাঙল কীভাবে রে?
বিকাশ: বলিস না রে ভাই, সিগারেটের জন্য!
অমল: সে কী রে, সিগারেটের জন্য পা কীভাবে ভাঙে?
বিকাশ: সিগারেটটা ছুড়ে মেরেছিলাম খোলা ম্যানহোলে।
অমল: তাতেই কী? পা ভাঙল কেন?
বিকাশ: আরে অভ্যাসের দোষ। পা দিয়ে মাড়িয়ে নেভাতে গিয়েছিলাম!
আরও পড়ুন - Bangla Jokes Collection: ছুটির দিন মানেই আনন্দে থাকার দিন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! মন থাকুক ফূর্তিতে
৫।
বিচারক চোরকে বললেন, ‘তুমি বলছ, তুমি চুরি করোনি। অথচ ৭ জন সাক্ষী বলছে, তারা তোমাকে দোকান থেকে গয়না চুরি করতে দেখেছে।’
চোর: হুজুর, আমি এমন ১০০ জনকে হাজির করতে পারব, যারা আমাকে চুরি করতে দেখেনি!