১। একটা ফোন নিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল স্বামী। তাই দেখে তার স্ত্রী বলল, ‘এ কী! এত হাঁপাচ্ছ কেন? এই ফোনটাই বা কোথায় পেলে?’
স্বামী: দৌড় প্রতিযোগিতায় দু’জনকে হারিয়ে এটা পেলাম।
স্ত্রী: মাত্র তিন জন নিয়ে দৌড় প্রতিযোগিতা?
স্বামী: হ্যাঁ, প্রথমে আমি, তারপর পুলিশ আর সবার পিছনে এই ফোনটার মালিক।
(আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই মন থাকুক ফুরফুরে! সকালেই পড়ুন দিনের সেরা ৫ জোকস, হাসুন বিন্দাস)
২। এক ব্যক্তি নদীতে স্নান করতে গিয়েছেন। সেখানে প্রায়ই কাপড় চুরি হয়। তাই তিনি তার পোশাক খুলে তার উপর একটা কাগজে লিখে রাখলেন, ‘বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধা’।
স্নান করে উঠে দেখেন কাপড় নেই। এক টুকরো কাগজ পড়ে আছে। তাতে লেখা, ‘এক হাজার মিটার দৌড়ে বিশ্বচ্যাম্পিয়ন’।
(আরও পড়ুন: খুব চাপে নাকি? সে সব ভুলে ২ মিনিট একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। ক্রেতা: তোমার দোকানে কি সব কিছু পাওয়া যায়?
বিক্রেতা: হ্যাঁ স্যার, সব পাবেন!
ক্রেতা: বিস্কুট আছে?
বিক্রেতা: ওহহো, স্যরি স্যার, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গিয়েছে।
ক্রেতা: চাল আছে?
বিক্রেতা: চাল স্যার এখনও এসে পৌঁছায়নি। আমি স্যার খুবই দুঃখিত।
ক্রেতা: সাবান আছে, সাবান?
বিক্রেতা: স্যার, সাবান আজকে বিকেলে এলেই পাবেন, এখন নেই।
ক্রেতা: তালা আছে?
বিক্রেতা: হ্যাঁ হ্যাঁ স্যার! এটা আছে!
ক্রেতা: গুড। দোকানে তালা লাগাও, আর বাড়ি গিয়ে ঘুমোও।
(আরও পড়ুন: শনিবার সকালে হাসতে থাকুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর উইকেন্ড হোক সুপার মজাদার)
৪। বিচারক: আপনি দোষী নাকি নির্দোষ?
আসামি: আপনি রায় দেয়ার আগে কেমন করে বলি?
(আরও পড়ুন: রবিবার সকালে প্রাণভরে হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর ছুটির দিন কাটুক মজায়)
৫। ক্লাসে পড়া জিজ্ঞাসা করছেন শিক্ষক। প্রথম প্রশ্নের মুখেই পড়েছে পল্টু।
শিক্ষক: খুব সহজ প্রশ্ন। বলো তো, দ্বীপ কাকে বলে?
পল্টু: স্যার, এক দিক বাদে সব দিকে যদি দল দ্বারা বেষ্টিত থাকে, তাহলে সেই ভূখণ্ডকে দ্বীপ বলে।
শিক্ষক: কেন, এক দিক বাদ থাকে কেন?
পল্টু: এ কী বললেন স্যার, উপরের দিকে কি কখনও জল থাকতে পারে?