১। চিতাকে দেখে তার দিকে এগিয়ে গেল সিংহ, জিজ্ঞেস করল: বনের রাজা কে?
চিতা ভয়ে ভয়ে উত্তর দিল: কে আবার! আপনি।
বানরকে দেখে একই প্রশ্ন করল সিংহ: বনের রাজা কে?
বানরও একই রকম ভয়ে ভয়ে উত্তর দিল: কে আবার! আপনি।
বনের সব পশুকে এই প্রশ্ন জিজ্ঞেস করে সিংহ একই উত্তর পেল। বাকি ছিল শুধু হাতি। তার কাছে গিয়ে সে জানতে চাইল: বনের রাজা কে?
কোনও উত্তর না দিয়ে হাতি সিংহকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছড়ে ফেলল মাটির ওপরে। সিংহ জ্ঞান ফিরে পেতে না পেতেই আবারও একই কাজ করল হাতি।
দৌড়ে একটু দূরে সরে গিয়ে সিংহ বলল: এত খ্যাপার কী আছে! উত্তর জানো না, তা বললেই পারতে!
(আরও পড়ুন: ২ মিনিটে সব চাপ থেকে মুক্তি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর হয়ে যান ফুরফুরে)
২। রেস্তোরাঁয় খেতে গিয়েছে বাবলু। স্যুপ অর্ডার করল তার পরে। কিন্তু স্যুপের ঢাকনা খুলে দেখে, তাতে একটি মাছি পড়ে আছে। রেগে গেল বাবলু।
বাবলু: বেয়ারা, এখানে এসো। কী করো তোমরা? দেখছ না, স্যুপের মধ্যে একটা মাছি পড়ে হাবুডুবু খাচ্ছে?
বেয়ারা: তো আমি এখন কী করব? উদ্ধারকর্মীদের খবর দেব?
(আরও পড়ুন: হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। স্বামী-স্ত্রীর ঝগড়া হচ্ছে। স্ত্রী প্রচণ্ড রেগে গিয়েছে।
স্ত্রী: জানো আমার মা বারবার তোমাকে বিয়ে করতে নিষেধ করেছিলেন। এখন বুঝছি কী ভুল করেছি তাঁর কথা না মেনে।
স্বামী: তিনি তোমাকে নিষেধ করেছিলেন, একথা তুমি আগে বলোনি তো? ছিঃ ছিঃ, মহিলাকে আমি এতদিন কী খারাপই না ভেবেছি। তিনি তাহলে আমার উপকারের চেষ্টাই করেছিলেন।
(আরও পড়ুন: হাসির মতো টনিক কমই আছে! আজ মেজাজ ভালো রাখতে পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৪। মাটিতে পোঁতা পতাকাদণ্ডের উচ্চতা নির্ধারণ করতে বসেছে একদল শ্রমিক। তাদের কাছে রয়েছে শুধু গজফিতা, কিন্তু দণ্ডের আগায় কীভাবে ফিতাটি পৌঁছোনো যেতে পারে, তারা বুঝতে পারছে না।
গণিতবিদ এলেন তাদের সাহায্যে। বললেন, জ্যামিতির সূত্র প্রয়োগ করে সহজেই এর উচ্চতা নির্ণয় করা যাবে। দণ্ডের ছায়া দেখে গণিতবিদ যখন সদৃশকোণী ত্রিভুজ গঠন করার চেষ্টা করছিলেন, তখন এলেন ইংরেজির শিক্ষক। সব শুনে মুচকি হেসে দণ্ডটি মাটি থেকে তুলে ভূমির ওপর শুইয়ে দিলেন শিক্ষক। এরপর গজফিতা দিয়ে মেপে বললেন, পুরোপুরি ১৫ গজ।
ভাব নিয়ে চলে যাচ্ছেন ইংরেজির শিক্ষক। পিছন থেকে উষ্মাভরে গণিতবিদ বললেন, ‘ইংরেজির শিক্ষক! আমরা বার করতে চাইছি উচ্চতা, আর উনি বার করলেন দৈর্ঘ্য।
(আরও পড়ুন: সকাল থেকে আকাশের মুখ ভার! তা বলে আপনিও মন খারাপ করবেন না, পড়ুন সেরা ৫ জোকস)
৫। এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে গাবলু চিন্তা করল, দোকানের ভিতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। যেই ভাবা সেই কাজ। গাবলু সোজা আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ছয় জনকে বাইরে বের করে আনল। কিছুক্ষণ পর পুলিশ এসে গাবলুকে ধরে নিয়ে গেল। পরে তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল, ‘গাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে। সে তো কোনও অপরাধ করেনি।’
কথা শুনে পুলিশ রেগে টং, ‘অপরাধ করেনি মানে? সে যাদের দোকান থেকে বাইরে নিয়ে এসেছে, সবাই ফায়ার সার্ভিসের কর্মী।’