১। ম্যাজিস্ট্রেট: গতবারও তোমাকে বলেছিলাম, আমি চাই না তুমি পুনরায় এখানে আসো।
চোর: স্যর, ঠিক এই কথাটাই আমিও পুলিশকে বলেছিলাম, বিশ্বাস করল না।
(আরও পড়ুন: আজ হাসির দেবতা সকলের মঙ্গল করুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
২। এক কৃষকের ছিল তরমুজের খেত। খেতে অনেক তরমুজের ফলন হত। কিন্তু রাত হলেই কিছু দুষ্টু ছেলেপুলে এসে ওই কৃষকের তরমুজ খেয়ে যেত। একদিন কৃষক একটা বুদ্ধি আঁটলেন। তরমুজের খেতে সাইনবোর্ড লাগিয়ে দিলেন।
রাতের বেলা ছেলেরা তরমুজ চুরি করতে এসে দেখে, তরমুজের খেতে সাইনবোর্ড লাগানো। তাতে লেখা আছে, ‘সাবধান! এই খেতের একটি তরমুজে বিষ মেশানো আছে!’
পরদিন কৃষক দেখলেন, তাঁর সব তরমুজই অক্ষত। খুশিমনে বাড়ি যাওয়ার পথ ধরবেন, হঠাৎ লক্ষ করলেন, খেতে আরও একটা সাইনবোর্ড লাগানো। তাতে লেখা, ‘সাবধান! এখন দুইটি তরমুজে বিষ মেশানো আছে!’
(আরও পড়ুন: সোমবার সকালটা হোক চরম আনন্দের! পড়ুন দিনের সেরা ৫ জোকস, পাঠান বন্ধুদেরও)
৩। ডাক্তার রোগীকে প্রশ্ন করলেন, অপারেশন করাটা যদি জরুরি হয়ে পড়ে, আপনি তার খরচ দিতে পারবেন?
পাল্টা প্রশ্ন করল রোগী, খরচ যদি দিতে না পারি, অপারেশনটা কি তবু জরুরি হয়ে পড়বে?
(আরও পড়ুন: রোববার ছুটির দিন সকালে কী করছেন? পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর সকালটা হোক উজ্জ্বল)
৪। দশতলা থেকে পড়া আর একতলা থেকে পড়ার মধ্যে পার্থক্য কী?
একতলা থেকে পড়লে আওয়াজ হয় ঢাশ আ আ আ আ আ আ আ!
দশতলা থেকে পড়লে আওয়াজ হয় আ আ আ আ আ আ আ আ আ আ আ আ ঢাশ!
(আরও পড়ুন: আজ দুপুরে হোক হাসির বন্যা! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। ডাক্তার বলছেন রোগীকে: এই মুহূর্ত থেকে ধূমপান, মদ্যপান একদম বন্ধ। মেয়েদের সঙ্গে মেলামেশাও।
রোগী: কিন্তু, ডাক্তারবাবু, আমি তো পুরুষ মানুষ!
ডাক্তার: আপনাকে কিন্তু শেভ করতে বারণ করিনি।