১। শিক্ষক: মন্টি, এমন একটা প্রাণীর নাম বলো, যার আদ্যক্ষর ‘হ’।
মন্টি: হাতি।
শিক্ষক: গুড! এবার এমন আরও একটা প্রাণীর নাম বলো তো, যার আদ্যক্ষর ‘হ’।
মন্টি: আর একটা হাতি!
(আরও পড়ুন: শনিবার সকালে মেজাজ থাকুক ফুরফুরে! পড়ুন সেরা ৫ জোকস)
২। এক ভদ্রমহিলা গিয়েছেন চিকিৎসকের কাছে।
ভদ্রমহিলা: ডাক্তারবাবু, আমার দুটো কান পুড়ে গিয়েছে।
ডাক্তার: হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?
ভদ্রমহিলা: আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠাৎ ফোন এল। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।
ডাক্তার: বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?
ভদ্রমহিলা: লোকটা যে আবারও ফোন করেছিল!
(আরও পড়ুন: রবিবার মানেই মজায় থাকার দিন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। শপিংমলে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন।’
ভদ্রমহিলা: বলুন।
লোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছু ক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
লোক: না মানে… আমি লক্ষ করেছি, যখনই আমি কোনও অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে যাই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!
(আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিনটি জমে উঠুক মজায়! পড়ুন দিনে সেরা ৫ জোকস)
৪। অপারেশনের আগে রোগী চিকিৎসককে বললেন, ‘স্যর, অপারেশনের পর আমি বেহালা বাজাতে পারব তো?’
চিকিৎসক বললেন, কোনও চিন্তা করবেন না, অপারেশনের পর আপনি সব করতে পারবেন।
রোগী: ‘স্যর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ, আমি কোনও দিনই বেহালা বাজাইনি।’
(আরও পড়ুন: গণেশ পুজোয় মন থাকুক ফুরফুরে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৫। মালিক অফিসে এসেই কর্মচারীকে ধমকালেন।
—শ্যামলবাবু, কাল নাকি আপনি অফিস টাইমে মিস ডলিকে নিয়ে সিনেমায় গিয়েছিলেন? ওকে আমার সঙ্গে একবার দেখা করতে বলুন।
–কিন্তু স্যর, ও কি আপনার সঙ্গে সিনেমা দেখতে যেতে রাজি হবে?