বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: সাত সকালেই পেটফাটা হাসি চান? তাহলে তো পড়তেই হবে দিনের সেরা ৫ জোকস

Bangla Jokes Collection: সাত সকালেই পেটফাটা হাসি চান? তাহলে তো পড়তেই হবে দিনের সেরা ৫ জোকস

পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

Viral Bangla Jokes: পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর আজকের সকালটা হয়ে উঠুক দারুণ আনন্দের।

১। প্রেমিকা: তুমি কি আমায় ভালোবাস?

প্রেমিক: বিশ্বাস না হলে পরীক্ষা করো?

প্রেমিকা: ধরো তোমার শার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি ১৫ টাকা চাইলাম, তুমি দিতে পারবে?

জরুরি টাকাটায় প্রেমিকা চোখ পরেছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো, কেন পারবো না, একশো বার পারবো। তবে পরীক্ষার তারিখটা একটু পিছানো যায় না?

(আরও পড়ুন: এক মিনিটে দূর হবে সব চাপ! পড়ুন দিনের সরা ৫ জোকস)

২। খোকন: জানেন স্যর, গতকাল আমার ঠাকুমাকে আপনার কথা বলছিলাম।

স্যার: তাই নাকি? তা তোমার ঠাকুমা কী বললেন?

খোকন: ঠাকুমা খুব আফসোস করলেন। বললেন, ‘আহা, আমার যদি এমন একজন শিক্ষক থাকত!’

স্যার: বাহ্! এ বয়সেও তোমার ঠাকুমার পড়ালেখায় এত আগ্রহ!

খোকন: না স্যর, তা না। ঠাকুমার অনেক দিন ভালো ঘুম হয় না কি না…

(আরও পড়ুন: আজ হাসির দেবতা সকলের মঙ্গল করুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। বিয়ের পঞ্চাশতম বার্ষিকী পালন করছিলেন আমেরিকান স্বামী-স্ত্রী । শহরের সবচেয়ে দামি হোটেলে রোম্যান্টিক ডিনার শেষে স্বামী হঠাৎ স্ত্রীর হাত ধরে বলা শুরু করলেন: দেখো লিন্ডা, আমাদের প্রথম পাঁচটি সন্তানই দেখতে আমাদের পরিবারের কারও না কারও মতো। কিন্তু শুধুমাত্র ষষ্ঠজনই কারও মতোই দেখতে হয়নি। আমি সারা জীবন তোমাকে যেমন ভালোবেসেছি বাকি দিনগুলোতেও একইভাবে ভালোবেসে যাব। আমি কথা দিচ্ছি। শুধু একবার আমাকে সত্যি করে বল, তার বাবা কি  আলাদা কেউ?

প্লিজ লিন্ডা আমি শুধুই জানতে চাইছি । আর কিছু নয়।

স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বলল: তু-তুমি ঠিক ধরেছ … ।

স্বামী: কে ? কে তবে তার বাবা ?

স্ত্রী: তুমি।

(আরও পড়ুন: সোমবার সকালটা হোক চরম আনন্দের! পড়ুন দিনের সেরা ৫ জোকস, পাঠান বন্ধুদেরও)

৪। এক লেখকের বই হু-হু করে বিক্রি হতে লাগল। তিনি দু’হাতে লিখতে লাগলেন। তাতেও কুলাতে না পেরে শেষটায় ভাড়াটিয়া লেখকদের লেখাতে লাগলেন। ভূমিকাটা শুধু তিনি লিখে দেন। একবার তাঁর একটা নতুন বই প্রকাশিত হলে তিনি তাঁর ছেলেকে বললেন, তুমি কি আমার সর্বশেষ বইটি পড়েছে?

ছেলে বলল, আপনি নিজে কি ওই বইটি পড়েছেন, বাবা?

(আরও পড়ুন: রোববার ছুটির দিন সকালে কী করছেন? পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর সকালটা হোক উজ্জ্বল)

৫। একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হল।

সে ভিক্ষুকের কাছে গিয়ে বলল: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।

জবাবে ভিক্ষুক লোকটিকে বলল: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব। 

বন্ধ করুন