বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes collection: ২ মিনিটে সব চাপ থেকে মুক্তি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর হয়ে যান ফুরফুরে

Bangla Jokes collection: ২ মিনিটে সব চাপ থেকে মুক্তি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর হয়ে যান ফুরফুরে

পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

Viral Bangla Jokes: পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর আজকের সকালটা হয়ে উঠুক দারুণ আনন্দের। 

১। মা: ট্রেনের মধ্যে দুষ্টুমি করলে মারব। একদম চুপ করে বসে থাকবি।

ছেলে: আমাকে মারলে টিকিট চেকারকে আমি আমার আসল বয়স বলে দেব।

(আরও পড়ুন: দু’মিনিটে মন হবে ফুরফুরে! শুধু সকাল সকাল পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। সেলুনে চুল কাটাতে গিয়েছেন এক ভদ্রলোক। নাপিত কাঁচি চালাতে শুরু করলে তিনি দেখতে পেলেন পায়ের কাছে একটা কুকুর চুপচাপ বসে আছে।

ভদ্রলোক: কুকুরটা নিশ্চয়ই ট্রেইন্ড। কেমন শান্ত হয়ে বসে আছে।

নাপিত: ওটা প্রতিদিনই ওখানে বসে থাকে। যদি কানের লতি কেটে পড়ে, সেই আশায়।

(আরও পড়ুন: হাসির চেয়ে ভালো ওষুধ আর কী আছে? সকালেই পড়ুন দিনের সেরা ৫ জোকস! হাসুন প্রাণভরে)

৩। অফিসের বড় কর্তা তাঁর সহজ-সরল অফিস সহকারীকে ডেকে বললেন, ‘আমার জন্য খুব ভালো দেখে একটি আয়না নিয়ে আসো। এমন আয়না আনবে যে আয়নাতে আমার চেহারাটা বেশ ভালো দেখা যায়।’

বড় কর্তার কথা শুনে অফিস সহকারী আয়না কিনতে গেলেন। ঘণ্টা খানেক পর অফিস সহকারীর খালি হাতে ফিরে আসা দেখে বড় কর্তা রেগে বললেন, ‘কী, একটা আয়নাও কিনতে পারো না। বেকুব কোথাকার!’

‘আমি সব দোকানেই খোঁজ করেছি। আয়না অনেক আছে কিন্তু কোনও আয়নাতেই তো আপনার চেহারা দেখা যায় না। যে আয়নাতেই তাকাই, আমার চেহারা দেখা যায়। ওই আয়না নিয়ে এলে তো আপনি রেগে যেতেন, স্যার।’

(আরও পড়ুন: রবিবার সকাল কাটুক চরম মজায়! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৪। স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে বললেন স্বামী, ‘দেখো, আমাকে রাগিয়ে দিও না। রেগে গেলে কিন্তু আমার ভেতরের পশুটা বেরিয়ে আসবে।’

উত্তরে বললেন স্ত্রী, ‘আসুক বেরিয়ে! আমি ইঁদুর ভয় পাই না!’

(আরও পড়ুন: কাজের মাঝেই হাসুন প্রাণভরে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৫। ছেলে: হে ভগবান, এবারের জন্মদিনে আমাকে একটা ফুটবল উপহার দিও।

মা: এভাবে চিৎকার করে কথা বলো না, ভগবান কালা না।

ছেলে: কিন্তু বাবা যে পাশের ঘরে।

বন্ধ করুন