১। একদিন দুই বন্ধু বসে গল্প করছে—
চিন্টু: তুমি সারাদিন মোবাইল ফোনে গেম খেল কেন?
পিন্টু: ডাক্তার বলেছেন, ভুঁড়ি কমাতে নিয়মিত খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথা তো আর ফেলতে পারি না!
২। পাড়ার নরেন বুড়ো: আগে জানতাম, প্রেমে পড়লে মানুষ দিওয়ানা হয়ে যায়। এখন দেখি সবাই তোতলা হয়ে যায়।
গাবলু: কীভাবে বুঝলেন দাদু?
নরেন বুড়ো: সবাই দেখি ফোনে বলে, ‘ওলে বাবালে, আমাল বাবুতা কী কলে? আমাল ছোনা পাখিতা লাগ কলেছে!’
(আরও পড়ুন: Bangla Jokes collection: হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। ঘনা: বল তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মধ্যে মিল কোথায়?
মনা: দুটোকে দেখলেই মেয়েদের চিৎকার শুরু হয়ে যায়।
ঘনা: তাহলে বল তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মধ্যে তফাত কোথায়?
মনা: তেলাপোকা দেখে মেয়েরা ভয়ে চিৎকার করে। আর স্বামীকে দেখলে ভয় দেখাতে চিৎকার করে।
৪। এক মেয়ে ভুল ট্রেনে উঠে পড়েছিল। পরের স্টেশনে নেমে এক খোঁড়া লোককে জিজ্ঞেস করল, ‘এটা কোন স্টেশন?’
কিন্তু হইচইয়ের কারণে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে বিশ্রাম কক্ষে টেনে নিয়ে গেল।
সেখানে আবার জিজ্ঞাসা করল, ‘এটা কোন স্টেশন?’ লোকটি রেগে গিয়ে বলল, ‘একশো বার কইরা কইলাম এইডা রেল স্টেশন। আপনে বিশ্বাসই করতাছেন না!’
৫। ভাড়াটিয়া নতুন ঘর খুঁজছে। এক বাড়িতে গিয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেন—
ভাড়াটিয়া: এই বাড়ির জলের ব্যবস্থা কেমন?
বাড়িওয়ালা: বেশ ভালো। কল দিয়ে না পড়লেও বর্ষাকালে ছাদ দিয়ে পড়বেই।