বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: আজ আকাশের মুখ ভার! তবে আপনার মুখ থাকুক হাসিতে উজ্জ্বল, পড়ুন দিনের সেরা ৫ জোকস

Bangla Jokes Collection: আজ আকাশের মুখ ভার! তবে আপনার মুখ থাকুক হাসিতে উজ্জ্বল, পড়ুন দিনের সেরা ৫ জোকস

পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

Viral Bangla Jokes: পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর আজকের সকালটা হয়ে উঠুক দারুণ আনন্দের।

১। ছেলে: বাবা, তোমার মুখটা কেমন সে বিষয়ে তোমার ধারণা আছে তো?

বাবা: আছে, কিন্তু কেন?

ছেলে: না, তেমন কিছু নয়। অসুবিধা হবে না। তোমার দাড়ি কামাবার আয়নাটা হঠাৎ ভেঙে ফেলেছি কি না তাই।

(আরও পড়ুন: সাত সকালেই পেটফাটা হাসি চান? তাহলে তো পড়তেই হবে দিনের সেরা ৫ জোকস)

২। একদিন রাজা আর রানি মিলে ঠিক করলেন, তাঁরা মোবাইল ফোনের বদলে পায়রার পায়ে চিঠি বেঁধে পরস্পরকে পাঠাবেন। 

রানির পায়রা পর দিন গেল রাজার কাছে। কিন্তু পায়রার পায়ে কোনও চিঠি ছিল না। রাজা রেগেমেগে ফোন করলেন, রানিকে। 

রানি বললেন, ‘দূর বোকা, ওটা তো মিসড কল ছিল।’

(আরও পড়ুন: এক মিনিটে দূর হবে সব চাপ! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। পেনাল্টি কিক মিস করে খেলোয়াড়টি কোচের কাছে গিয়ে খুব আফসোস করতে লাগল।

খেলোয়াড়: এমন একটা সহজ গোল মিস করলাম! ইচ্ছে নিজেকেই নিজে একটা লাথি মারি।

কোচ: সেটাও তুমি মিস করবে।

(আরও পড়ুন: আজ হাসির দেবতা সকলের মঙ্গল করুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। ডাক্তার: এই থার্মোমিটারটা আপনার স্ত্রীর মুখের নীচে দিয়ে আধমিনিট মুখ বন্ধ করে রাখতে বলবেন। তাহলেই জ্বর কত সেটা টের পাওয়া যাবে।

স্বামী: ডাক্তারবাবু, সারা দিন রাখতে হয় এমন কোনও থার্মোমিটার নেই?

(আরও পড়ুন: সোমবার সকালটা হোক চরম আনন্দের! পড়ুন দিনের সেরা ৫ জোকস, পাঠান বন্ধুদেরও)

৫। ছুটতে ছুটতে পুলিশ স্টেশনে এসে ঢুকলেন জগুবাবু।

জগুবাবু: ইন্সপেক্টর সাহেব, ছিনতাইকারী আমার টাকাপয়সা, মানিব্যাগ, ঘড়ি—সব ছিনিয়ে নিয়ে গিয়েছে। আমি টুঁ শব্দটাও করিনি!

ইনসপেক্টর: আরে, বলছেন কী মশাই, আপনার সব নিয়ে গেল, আর আপনি কিছুই বললেন না!

জগুবাবু: বোকা নাকি? মুখ খুললেই তো ছিনতাইকারীরা আমার সোনার দাঁত দেখে ফেলত!

বন্ধ করুন