১। —দীর্ঘসূত্রতা কী, ব্যাখ্যা করুন।
—উত্তরটা কাল দিই?
(আরও পড়ুন: আজ মন খুশি রাখার মতো একটা দিন! সোমবার সকালে পড়ুন দিনের সেরা ৫ জোকস)
২। দুই শিকারি বনে গিয়েছে শিকার করতে। দিনময় বনে ঘুরে ঘুরে ক্লান্ত দুজন। ফেরার পথে একজন ধপাস করে লুটিয়ে পড়ল মাটিতে। অবস্থা বেগতিক দেখে সঙ্গীটি পকেট থেকে মোবাইল ফোন বের করল এবং ৯১১ নম্বরে (জরুরি চিকিৎসা পেতে)-তে ফোন দিল।
ওপর প্রান্তে অপারেটর ফোন ওঠাতেই সে আর্তনাদ করে উঠল, ‘মনে হয় আমার বন্ধুটি মারা গেছে। এখন আমি কী করব?’
অপারেটর বলল, ‘শান্ত হোন। প্রথমেই নিশ্চিত হন তিনি মারা গিয়েছেন কি না।’
চারদিকে সুনসান নীরবতা। হঠাৎ একটা গুলির শব্দ। সঙ্গীটি আবার ফোন ওঠালেন, বললেন, ‘হ্যাঁ মরেছে। এবার বলুন কী করতে হবে?’
(আরও পড়ুন: সকাল সকাল হাসতেই হবে কিন্তু! বুধবারে জমিয়ে হোক মজা, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৩। হাবলু আর বাবলু, দুই ভাই একটা আমগাছে ঢিল ছুড়ছিল।
হাবলু: ভাই, এত ক্ষণ ধরে ঢিল ছুড়ছি, তবু আমটা পড়ছে না। আমার মনে হয়, আমটা এখনও কাঁচা।
বাবলু: হুম, বৃথা কষ্ট করে কী লাভ? তুই এক কাজ কর তো, গাছ বেয়ে ওপরে উঠে যা।
হাবলু অনেক কষ্ট করে হাচড়ে-পাচড়ে গাছের ওপর চড়ে বসল। হাত বাড়িয়ে আমটা টিপেটুপে পরীক্ষা করে চিৎকার করে বাবলুকে জানাল, ‘ভাই, আমটা পাকা!’
বাবলু: গুড! জলদি নীচে নেমে আয়। দুই ভাই মিলে ঢিল ছুড়লে আমটা পাড়তে খুব বেশি দেরি হবে না!
(আরও পড়ুন: আজ সকালে হাসতেই হবে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর থাকুন বিন্দাস)
৪। গণক: আপনি কমসে-কম আশি বছর বাঁচবেন।
ব্যক্তি: যদি না বাঁচি?
গণক: তা হলে এসে আমার দুই গালে দুটো চড় মারবেন।
(আরও পড়ুন: ছুটির দিনে সকালে হাসতেই হবে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মনের আনন্দে)
৫। দুই গরুর মধ্যে কথা হচ্ছে।
১ম গরু: জানিস, সেদিন ঘাস খেতে খেতে ভুল করে একটা সিনেমার টিকিট খেয়ে ফেলেছিলাম। একটু পর দেখি চোখ দিয়ে জল পড়ছে।
২য় গরু: কেন?
১ম গরু: সিনেমাটা বোধহয় খুব দুঃখের ছিল!