১। সাতসকালে বন্দুকের দোকানে এসে হাজির হলো জগু ডাকাত। বেছে বেছে ভালো দেখে একটা বন্দুক কিনল। দোকানের ম্যানেজার জিজ্ঞেস করল, ‘স্যার, ক’টা গুলি নেবেন?’
জগু ডাকাত বলল, ‘দাঁড়ান, একটা ফোন করে নিই, ‘হ্যালো, বিচিত্র ব্যাংক, বিজাতীয় শাখা? আচ্ছা, ওপর-নিচ মিলিয়ে আপনাদের মোট কত জন গার্ড আছে…।’
(আরও পড়ুন: বিরক্তিকে দেখান কাঁচকলা! হাসুন একদম মন খুলে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। এক রোগী চিকিৎসকের ঘরে ঢুকেই বললেন, ‘ডাক্তার বাবু, কোনও কিছু খাওয়ার পর আমার আর কিছুতেই খিদে পায় না। বেশ সমস্যায় পড়েছি এ নিয়ে। একটু চেক করে দেখুন তো।’
এ কথা শুনে চিকিৎসক বললেন, ‘হুম, আপনার অবস্থা তো দেখছি খুবই খারাপ।’
এ কথা বলে চিকিৎসক চিকিৎসাপত্রে কিছু ওষুধের নামসহ লিখে দিলেন, ‘প্রতিদিন একটা ওষুধ ঘুমোনোর পর খাবেন, আর একটা খাবেন ঘুম ভাঙার আগে।’
(আরও পড়ুন: একঘেয়েমিকে বলুন বাই বাই! মনখুলে হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
৩। পরিচিত রেস্তরাঁয় খাওয়া শেষে খদ্দের ওয়েটারকে ডেকে বললেন, ‘আপনাদের আগের রাঁধুনি চাকরি ছেড়ে দিয়েছেন, তাই না?’
ওয়েটার অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আপনি কি করে জানলেন, স্যার? খাবার কি খারাপ হয়েছে?’
খদ্দের জবাব দেন, ‘না… খাবার ঠিকই আছে… তবে আগে সাদা চুল পেতাম, ইদানীং কালো চুল পাচ্ছি।’
(আরও পড়ুন: একটু হাসুন, হাসলে দিন ভালো কাটে! সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
৪। ভিখারিকে দেখে গৃহিণী বললেন, ‘তোমাকে তো মনে হয় চিনি। মাস দুই আগে তোমরা কয়েক জন আমার এখানে খিচুড়ি খেয়ে গিয়েছিলে না?’
ভিখারি বলল, ‘হ্যাঁ, মা। আমরা তিন জন এসে ছিলাম। তার মধ্যে আমিই শুধু বেঁচে আছি। সেই খিচুড়ির ধাক্কা খালি আমিই সামলাতে পেরেছিলাম।’
(আরও পড়ুন: রবিবার মানে শুধু সানডে নয়, Fun Day’ও! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মস্তিতে)
৫। দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে।
প্রথম বান্ধবী: আমার বর আর আমি এ বছর সি বিচে গিয়ে খুব মজা করেছি।
দ্বিতীয় বান্ধবী: কী রকম?
প্রথম বান্ধবী: প্রথমে বালিতে ও আমাকে পুঁতে দিল, পরের বার দিলাম আমি-
দ্বিতীয় বান্ধবী: যাহ দারুণ।
প্রথম বান্ধবী: দেখি আগামী বছর আবার যাব, ওকে খুঁড়ে বের করা হয়নি কি না।