১। বস-কর্মচারীর মধ্যে কথা হচ্ছে।
কর্মচারী: স্যার, এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিলে ভালো হত।
বস: কেন?
কর্মচারী: গত সপ্তাহে বিয়ে করেছি। তাই আগের বেতনে দুজনের চলাটা বেশ কষ্ট হবে, স্যার।
বস: শুনুন, অফিসের বাইরের কোনও দুর্ঘটনার জন্য অফিস কোনওভাবেই দায়ী নয়। আর তার জন্য জরিমানা দিতেও অফিস রাজি নয়।
(আরও পড়ুন: ছুটির দিনে সকালে হাসতেই হবে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মনের আনন্দে)
২। চিকিৎসক ও এক রোগীর মধ্যে কথা হচ্ছে—
রোগী: আচ্ছা, আমাকে দুটো প্রেসক্রিপশন দিয়েছেন কেন?
চিকিৎসক: হুম্ম, একটা হচ্ছে শুধুই আপনার জন্য, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাহলে আপনার আগের সব কিছু ভালো লাগবে।
রোগী: তাহলে আর একটা প্রেসক্রিপশন কী কারণে?
চিকিৎসক: শুধু আপনার ভালো লাগলে তো হবে না। ওষুধ কোম্পানিগুলোকেও তো ভালো লাগতে হবে, নাকি! ওদের দিকেও তো তাকাতে হবে আমাকে।
(আরও পড়ুন: মেঘলা সকালে মন যেন খারাপ না হয়, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন ফুরফুরে মেজাজে)
৩। উকিল : কী করে বুঝলেন আসামির পকেটে পাওয়া রুমালটি আপনারই?
বাদী : ওটার কোনায় ‘পি’ লেখা ছিল।
উকিল : হাহ! আমার পকেটেও একটা ‘পি’ লেখা রুমাল আছে।
বাদী : ঠিক আছে। আমার তবে দুটো রুমালই চুরি গেছে।
(আরও পড়ুন: উইকেন্ড তো এসেই গেল, আর গোমড়া মুখ নয়, এবার হাসতেই হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৪। পাগল: জানিস, আমার মন খারাপ হলে দুনিয়াটা মনে হয় কিনে ফেলি।
মাতাল: কিন্তু দুনিয়াটা কিনবি কী করে?
পাগল: কেন?
মাতাল: আমি বেচলে তবে তো। এখন বেচার কোনও ইচ্ছে নেই। তবে পয়সার টান পড়লে দেখা যাবে।
(আরও পড়ুন: শনিবার সকালে মন খুলে হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর খুশি থাকুন উইকেন্ডে)
৫। একজন শিল্পীকে পাঁচ মাইল লম্বা একটা রাস্তাজুড়ে বিশাল আল্পনা করার কাজ দেওয়া হলো। প্রথম দিন তিনি দুই মাইল পর্যন্ত আঁকলেন, দ্বিতীয় দিন আল্পনা করলেন আরও এক মাইলজুড়ে। তৃতীয় দিন আঁকলেন আধ মাইল।
কেউ একজন প্রশ্ন করল, ‘দিনে দিনে আপনার কাজের পরিমাপ কমছে কেন?’
শিল্পী বললেন, ‘কারণ দিনে দিনে আমি আমার রঙের বাক্সটা থেকে দূরে সরে যাচ্ছি!’