১। দামি হোটেলে খেয়ে এক লোক বেয়ারাকে ৫ টাকা বকশিশ দিলেন।
বেয়ারা: স্যার, এই হোটেলে খেয়ে ৫ টাকা বকশিশ দেওয়া মানে আমাকে অপমান করা।
ব্যক্তি: তা হলে কত দিতে হবে?
বেয়ারা: আর ৫ টাকা দিলেই হবে।
ব্যক্তি: সরি, আপনাকে ২ বার অপমান করার কথা ভাবতেই পারছি না!
(আরও পড়ুন: রবিবার সকালে হাসতেই হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস, ছুটির দিনটা কাটান দারুণ ভাবে)
২। দুই বন্ধুতে কথা হচ্ছে।
প্রথম বন্ধু: বল তো, কখন দুই যোগ দুই এগারো হয় ?
দ্বিতীয় বন্ধু: যখন ক্যালকুলেটরে ব্যাটারি ডাউন থাকে।
(আরও পড়ুন: আজ মন খুশি রাখার মতো একটা দিন! সোমবার সকালে পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৩। বড়বাবু টেলিফোন ধরে শুনলেন, অন্য দিক খুব বয়স্ক একজন লোক কাঁপা কাঁপা গলায় বলছেন— মাফ করবেন আপনাদের অফিসের বাবলুকে একটু ডেকে দেবেন?
কে বলেছেন ? বড় বাবু জিজ্ঞেস করলেন।
আমি ওর ঠাকুদা বলছি— জবাব এল।
বড়বাবু এবার গম্ভীর ভাবে বললেন— দুঃখিত, বাবলু আফিসে নেই । সে আপনার সৎকারে গিয়েছে।
(আরও পড়ুন: সকাল সকাল হাসতেই হবে কিন্তু! বুধবারে জমিয়ে হোক মজা, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৪। এক সেলুনের সামনে সাইনবোর্ড ঝোলানো, ‘মাত্র দুই টাকায় চুল কাটা হয়।’
পাশেই সেলুনটির আর একটি শাখা। তাতে আর একটি সাইনবোর্ড। লেখা, ‘দুই টাকায় কাটানো চুল মেরামত করা হয়!’
(আরও পড়ুন: আজ সকালে হাসতেই হবে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর থাকুন বিন্দাস)
৫। দুই কুমির, বৃদ্ধ ও তরুণ, শুয়ে আছে বালির ওপর।
বৃদ্ধ কুমির নিশ্চুপ শুয়ে রৌদ্রস্নান করছে পুরোনো হাড়গুলোয় লুকিয়ে থাকা বাতরোগ দূর করার চেষ্টায়। তরুণ কুমির কথা বলছে অনর্গল।
‘বুঝতে পারছি না, কেন যে আমার পুরো শরীরের চামড়া চুলকোচ্ছে কদিন ধরেই! এর মানে কী?’
বৃদ্ধ কুমির অলসভাবে হাই তুলে বলল, ‘অর্থযোগের সম্ভাবনা।’
‘তাই নাকি! দারুণ তো!’ বলতে বলতে প্রাণপ্রাচুর্যে ভরপুর তরুণ কুমিরটা ঝোপঝাড়ের ভেতরে ঢুকে পড়ল।
অচিরেই দুরন্ত এই তরুণ কুমিরকে শিকারিরা মেরে ফেলল গুলি করে। তারপর তার চামড়া বেচে দিল ফ্যাক্টরির কাছে, যেখানে সেই চামড়া দিয়ে বানানো হলো মেয়েদের হাতব্যাগ, মানিব্যাগ।
‘বলেছিলাম না, অর্থযোগের সম্ভাবনা!’ বলল বৃদ্ধ কুমির।