বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: এবার হাসতেই হবে! প্রচণ্ড গরমের মধ্যে মন শীতল হবে এই ৫ জোকস পড়লে

Bangla Jokes Collection: এবার হাসতেই হবে! প্রচণ্ড গরমের মধ্যে মন শীতল হবে এই ৫ জোকস পড়লে

 পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। 

Viral Bangla Jokes: সারা দিনের কাজের ফাঁকে হাসতেই হবে। পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। মন ঠান্ডা হবে। 

একে সারা দিন কাজের চাপ, তার উপর এই চাঁদিফাটা গরম। এর মধ্যে বেদম ক্লান্ত লাগতে বাধ্য। তাই তারই মধ্যে হেসে নেওয়াটা খুব দরকারি। এখনই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। হয়তো তাতেই ভালো হয়ে যাবে মেজাজ। 

১। বড়দা: যদি পুকুরে তোর বন্ধু আর প্রেমিকা ডুবে যেতে থাকে, তাহলে তুই কাকে বাঁচাবি?

ছোট ভাই: দু’জনকেই ডুবতে দেব।

বড়দা: সে কী, কেন?

ছোট ভাই: আরে, ওরা এক সঙ্গে পুকুরে কী করছিল?

(আরও পড়ুন: মন ভালো করুন, কাজের ফাঁকে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। শিক্ষক: বলো তো অরুণাভ, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?

অরুণাভ: আমি পরীক্ষায় পাশ করি না বলে।

শিক্ষক: কেন?

আরুণাভ: বাবা বলেছে, আমি যেদিন পাশ করব, সে দিন না কি সূর্য পশ্চিম দিকে উঠবে।

(আরও পড়ুন: এবার একটু হেসে নিন প্লিজ! দিনের সেরা ৫ জোকস পড়ুন, অন্যকে পড়ান)

৩। বউ: নারী যদি শক্তির প্রতীক হয়, তবে পুরুষ কীসের প্রতীক?

বর: সহ্যশক্তি!

বউ: কেন?

বর: নারী যে শক্তি প্রয়োগ করে, পুরুষকে তা সহ্য করতে হয়।

(আরও পড়ুন: একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! অন্যকে ফরোয়ার্ড করে মনও জিতুন)

৪। ট্রেনের টিকিটের জন্য বিশাল লাইন। কোনও টিকিট পাওয়া যাচ্ছে না। এমন সময় এক লোক লাইন থেকে বেরিয়ে এসে বলল: এই স্টেশন মাস্টারকে আমি ধোলাই দেব।

এই বলেই চলে গেল। তার একটু পরেই ফিরে এল।

অন্য লোক: কী ভাই, ধোলাই দিতে পারলেন?

আগের লোক: না ভাই।

অন্য লোক: কেন?

আগের লোক: ওখানে এর চেয়েও বড় লাইন।

(আরও পড়ুন: বাছাই করা ৫ জোকস, নিজে হাসুন, অন্যকে পাঠিয়ে হাসতে সাহায্য করুন)

৫। এক কমিউনিটি সেন্টারে ১০০ জনের খাওয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেল প্রায় ২০০ লোক। তখন অনুষ্ঠানের আয়োজক গিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনাদের মধ্যে বরপক্ষ কারা?’ এ কথা শুনে ৪০-৫০ জন উঠে দাঁড়ালেন।

এর পরে তিনি জিজ্ঞেস করলেন, ‘কন্যাপক্ষ কারা?’ এটা শোনার পর আরও ৪০-৫০ জন দাঁড়িয়ে গেলেন। 

এবার আয়োজক ভদ্রলোক হাসিমুখে তাঁদের বললেন, ‘দয়া করে আপনারা দুই পক্ষই বেরিয়ে যান। এটা আমার ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন