১। একটি লোক খুব অলস। কাজ কিছু করতে চায় না। লোকের থেকে চেয়েচিন্তে পেট চালায়। সে গেল এবার একটি লোকের কাছে টাকা চাইতে।
: স্যর, তিন তিনটে দিন খাই না। একটা টাকা দেবেন?
: তিন দিন খাওনি, এক টাকায় কী হবে?
: দেখব, কতটা ওজন কমেছে।
(আরও পড়ুন: হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। আমেরিকায় অর্থনৈতিক মন্দ চলছে। সেই সময়ে হোটেলে ঢুকেছে ছাত্ররা। একজন বলল, ‘আমাকে দুটো কাটলেট দিন।’
লাইনে দাঁড়ানো ক্রেতারা ফিসফিস করে বলল, ‘দেখেছ, এই মন্দার সময় কত খায়!’
এক ছাত্র তখন বেয়ারাকে বলছে, সঙ্গে আঠেরোটা কাঁটা চামচ দেবেন।
(আরও পড়ুন: হাসির মতো টনিক কমই আছে! আজ মেজাজ ভালো রাখতে পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৩। তিনজন লোক।
একজন আমেরিকার, একজন ইংল্যান্ডের আর একজন বাংলাদেশের। এক সঙ্গে ঘুরতে বেরিয়েছে। কে কাকে কীভাবে টেক্কা দেবে তা নিয়ে প্রত্যেকেই ব্যতিব্যস্ত।
হঠাৎ আমেরিকার লোকটা বলে উঠল, ‘জানো, আমরা কী রকম বীর? কোন বাঘ যদি আমাদের সামনে এসে দাঁড়ায় তাহলে তার দিকে শুধু বন্দুকটা তাক করলেই কেল্লা ফতে! গুলির কোনও দরকার নাই!
এই কথা শুনে ব্রিটিশ লোকটা বলল, এ আর এমন কী? আমাদের এমন সাহস যে বন্দুক বেরই করতে হয় না… ঝোলার ভেতর থেকে বন্দুকের নলটা যদি কোনও ভাবে বাঘ ব্রাদারের নজরে পড়েছে বা কোনও মতে টের পেয়েছে তাহলেই সেইখানেই তার হার্ট আ্যাটাক!
এই দুই জনের কথা শুনে বাংলাদেশের লোকটা ভাবছে, আমার তো প্রেস্টিজের ব্যাপার। তাই সে চট করে বলল-
আরে ধুর সাহেবরা! তোমরা কোন জমানায় আছো? আমাদের তো বন্দুক-ফন্দুক কিসসু লাগে না! ওই সব আমাদের সাহসের কাছে ফালতু জিনিস, একদম ফালতু!
কথা শুনে আমেরিকান আর ব্রিটিশ তো জব্বর ধন্ধে পড়ে গেল। জিজ্ঞাসা করল, তাহলে তোমরা বাঘকে মারো কেমন করে?
বাংলাদেশের লোকটি তখন বলল, আরে সাহেব, এটা কোনও ব্যাপার? কোনও 0বাঘ আমাদের সামনে এলে তার সামনে গিয়া আমরা শুধু বলি-
‘এ বাবা! তোমার জামা কই? বাঘটা তখন লজ্জাতেই মারা যায়!’
(আরও পড়ুন: সকাল থেকে আকাশের মুখ ভার! তা বলে আপনিও মন খারাপ করবেন না, পড়ুন সেরা ৫ জোকস)
৪। একজন শিক্ষক গিয়েছেন নাপিতের দোকানে চুল কাটাতে। চুল কাটা শেষে নাপিত বললেন, ‘আপনি একটি মহৎ পেশায় নিয়োজিত। আপনার কাছ থেকে আমি টাকা নেব না স্যর।’
শিক্ষক খুব খুশি হলেন। পরদিন সকালে নাপিত দোকানে এসে দেখেন, দোকানের সামনে শিক্ষক এক ডজন বই রেখে গিয়েছেন। সেদিন চুল কাটাতে এল এক পুলিশ। চুল কাটা শেষে নাপিত বললেন, ‘আপনি জনগণের সেবক। আপনার কাছ থেকে কী করে টাকা নিই?’ পুলিশ খুশি হয়ে পরদিন নাপিতের দোকানের সামনে এক ডজন কমলালেবু রেখে গেলেন।
পরদিন নাপিতের দোকানে এলেন এক উকিল। নাপিত উকিলের কাছেও টাকা নিলেন না। বললেন, ‘আপনি ন্যায়ের জন্য লড়াই করেন। আপনার কাছে আমি টাকা নেব না, স্যর।’
পরদিন দেখা গেল, এক ডজন উকিল নাপিতের দোকানের সামনে দাঁড়িয়ে!
(আরও পড়ুন: আজ একটা আস্ত ছুটির দিন! সকাল থেকেই মেজাজ থাক ফূর্তিতে, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। ছেলে: জানো, মা! হাতির দুধ খেয়ে একটা বাচ্চার এক সপ্তাহে কুড়ি পাউন্ড ওজন বেড়ে গিয়েছে।
মা: অ্যাঁ! বলিস কী রে? তা, ওটা কার বাচ্চা রে?
ছেলে: হাতিটারই।