১। ক্রিং ক্রিং! বেজে উঠল শিক্ষকের টেলিফোন।
শিক্ষক: হ্যালো।
অপর প্রান্ত থেকে: শুনুন, আমার ছেলের গায়ে ভীষণ জ্বর, ও আজ স্কুলে যেতে পারবে না।
শিক্ষক: আপনি কে বলছেন?
অপর প্রান্ত থেকে: আমি আমার বাবা বলছি!
(আরও পড়ুন: আজ আকাশের মুখ ভার! তবে আপনার মুখ থাকুক হাসিতে উজ্জ্বল, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
২। আইটি কর্মী স্বামী ল্যাপটপ নিয়ে কাজে মগ্ন। স্ত্রী এসে বলল, দাও না গো, একটু খেলি?
মনিটর থেকে চোখ না সরিয়ে উত্তর দিল স্বামী, ‘তুমি যখন রান্না করো, আমি কখনও খেলার জন্য হাঁড়ি চাই তোমার কাছে?’
(আরও পড়ুন: আজ শিক্ষক দিবস স্পেশাল! এই ৫টি জোকস পড়লে হাসতে হাসতে খিল ধরবে পেটে)
৩। পল্টু আর মন্টু দু’জন দু’জনের ঘোর শত্রু। পল্টু থাকে বাড়ির সাততলার এক ফ্ল্যাটে আর মন্টু থাকে একই বাড়ির এক তলায়।
একদিন কোনও কারণে সারা দিন লিফট বন্ধ থাকবে জেনে পল্টু রাত ন’টায় মন্টুকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। মন্টু তো এ খবর শুনে রাতের বেলা হাঁপাতে হাঁপাতে সাততলায় উঠে হাজির।
কিন্তু এ কী! পল্টুর বাড়ির দরজায় তো বিশাল এক তালা ঝুলে আছে! আর তালার সঙ্গে একটি চিরকুটে লেখা— দেখলে, কেমন বেকুব বানালাম তোমাকে?
এটা দেখে মন্টু রাগে একদম অগ্নিশর্মা হয়ে ওই চিরকুটের পাশে লিখে দিল— আরে বোকা, আমি তো এখানে আসিইনি।
(আরও পড়ুন: সাত সকালেই পেটফাটা হাসি চান? তাহলে তো পড়তেই হবে দিনের সেরা ৫ জোকস)
৪। মানসিক সমস্যা নিয়ে এক রোগী এসেছেন চিকিৎসকের কাছে।
চিকিৎসক: কী সমস্যা আপনার, বলুন?
রোগী: স্যর, আমার সব সময় মনে হয়, আমি একটা মুরগি।
চিকিৎসক: বলেন কী! তা কবে থেকে এমনটা মনে হয় আপনার?
রোগী: যখন আমি একটি ডিম ছিলাম, ঠিক তখন থেকেই, স্যর।
(আরও পড়ুন: এক মিনিটে দূর হবে সব চাপ! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। বিচারক : তুমি পকেট মারতে গিয়ে ধরা পড়েছে। তোমার দোষ স্বীকারে আপত্তি আছে?
আসামি: আমি নিরপরাধ হুজুর। ধরা পড়ার জন্য আমি দায়ী নই। লোকটার পকেট এত ছোট ছিল যে, হাতটা টুকিয়ে আর বের করতে পারি না।