১। ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—
শিক্ষক: পল্টু, বলো তো কী খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়?
পল্টু: এর তো সহজ উত্তর আছে স্যার। ঘাস এবং লতাপাতা।
শিক্ষক: আমার সঙ্গে ফাজলামো করা হচ্ছে, তাই না! জোর বকা খাবে এই বার।
পল্টু (কাঁদো কাঁদো হয়ে): স্যার, ফাজলামো করব কেন! ছাগল আর গরুর চোখের দিকে একটু খেয়াল করে দেখুন, ওরা কী চোখে চশমা পরে!
(আরও পড়ুন: খুব চাপে নাকি? সে সব ভুলে ২ মিনিট একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। বহু দিন বাদে তন্ময়ের সঙ্গে বন্ধু রতনের দেখা। রতনের ভাইকেও তন্ময় চেনে। শুরু হল কথোপকথন।
তন্ময়: তোর ছোট ভাইটা এখন কী করছে?
রতন: কিছু দিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে।
তন্ময়: সে কী কথা! কেন?
রতন: কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে… দরজা ভেঙে!
(আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই মন থাকুক ফুরফুরে! সকালেই পড়ুন দিনের সেরা ৫ জোকস, হাসুন বিন্দাস)
৩। শিক্ষক: কী ব্যাপার, তোমাকে তো গতকাল বাড়ির কাজ দিয়েছিলাম, তুমি দেশপ্রেমের ওপর রচনা লিখে নিয়ে এসো।
ছাত্র: রচনাটা লিখেছিলাম স্যার, কিন্তু বাবা নিয়ে গেলেন যে।
শিক্ষক: মানে?
ছাত্র: বাবা রাজনীতি করেন তো। আজ একটা মিটিংয়ে তাঁর বক্তৃতা দেওয়ার কথা।
(আরও পড়ুন: রবিবার সকালে প্রাণভরে হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর ছুটির দিন কাটুক মজায়)
৪। পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছেন রোগী। চিকিৎসক দ্রুত এক্সরে করাতে বললেন। রিপোর্ট আসার পরে—
চিকিৎসক: এক্সরে করে দেখলাম, আপনার পেটে অনেক চামচ জমা হয়েছে। কেন বলুন তো? এত চামচ গেল কোথা থেকে?
রোগী: কেন ডাক্তারবাবু, আপনিই তো বললেন দৈনিক দুই চামচ খেতে।
(আরও পড়ুন: শনিবার সকালে মন খুলে হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর খুশি থাকুন উইকেন্ডে)
৫। শিক্ষক: জানো, তোমাদের বয়সে আমার বিশ্বাস ছিল, আমি সব জানি। কিন্তু এখন এই ষাট বছর বয়সে এসে বুঝতে পারছি আমি কিছুই জানি না।
ছাত্র: এ কথা জানতে আপনার এত বছর লাগল, স্যার? আমারা তো আপনাকে দেখা মাত্রই বুঝে নিয়েছি।